ফিলিস্তিনের পশ্চিমতীরে বোমা মেরে কামাল জুরি নামের এক ফিলিস্তিনির ঘর উড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।
পশ্চিম তীরের নাবলুস শহরের তিল এলাকায় এ ঘটনা ঘটে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট কামালের ঘরে এ হামলা চালায়। তার ঘর ছিল একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায়। এ ঘটনায় ফিলিস্তিনি ও দখলদার বাহিনীর মাঝে ধাওয়া-পালটাধাওয়া হয়।
এ সময় ইসরাইল বাহিনী গুলি, বোমা ও টিয়ার শেল নিক্ষেপ করে। অপরদিকে ফিলিস্তিনিরা পাথর ছুড়ে তাদের মোকাবিলা করে।
এদিকে ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিমতীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ওই তিন ফিলিস্তিনিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালান ইসরাইলি সেনারা।