• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

মালয়েশিয়ায় দগ্ধ ‍দুর্ঘটনায় আরো এক বাংলাদেশির মৃত্যু

Reporter Name / ২০৩ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

মালয়েশিয়ায় দগ্ধ হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতের নাম মনিরুজ্জামান (৪২)। তিনি যশোরের বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

সারডাং হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামে একটি ছাপাখানায় আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ঝিনাইদহের লিটন (৩৪) ও পাবনার মোরাদ আলী মোল্লা (৩৮) মারা যান।  দগ্ধ চারজনকে আশঙ্কজনক অবস্থায় সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মারা যান যশোরের মনিরুজ্জামান।

বাকি তিনজন একই জেলা যশোরের রাজা (২৯), মো. সাইফুল ইসলাম (৪২) ও বাবলু রহমান (৪৪) হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের যথাযথ চিকিৎসার জন্য পুলিশ ও হাসপাতাল উভয়ের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

হাইকমিশনের প্রতিনিধি দল সারডাং হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন কল্যাণ সহকারী (লেবার) জাহাঙ্গীর আলম।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় ছয় বাংলাদেশি ছাপাখানায় আটকা পড়েন। পরে তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন ঘটনাস্থলেই মারা যান। আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে। নিহত দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবিপিএম অ্যাসিস্ট্যান্ট অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেছেন, ছাপাখানাটির আকার ৬০ বাই ৮০ বর্গফুট। দমকলকর্মীদের চেষ্টায় ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণেই ওই দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিস্তারিত জানতে দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category