• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

যে রেকর্ড গুলোর মালিক শুধুই সাকিব

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান এক রেকর্ডের নাম। তার ভাঙাগড়া যেন ‘বাঁ হাতের খেল’। প্রায় সময়ই রেকর্ড গড়েন বলে ভক্তরা অনেকেই তাকে ‘রেকর্ড আল হাসান’ নামে ডাকেন। সাকিবের ৩৬তম জন্মদিনে দেখে নেওয়া যাক তার কিছু বিরল কীর্তি।

১২ হাজার রান ও ৬০০ উইকেট 
আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের একমাত্র কীর্তি সাকিবের। ৪০৭ ম্যাচে করেছেন ১৩ হাজার ৭৩৪ রান এবং নিয়েছেন ৬৬৩ উইকেট।

এক ভেন্যুতে সর্বোচ্চ রান 
আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড সাকিবের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন সংস্করণ মিলে ১৪১ ম্যাচে করেছেন ৪ হাজার ৬৭৭ রান।

এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট 
সর্বোচ্চ রানের মতো আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তিও সাকিবের। মিরপুরে ১৪১ ম্যাচে ২৪৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘদিন খেলা 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সময়ের হিসাবে ম্যাচ খেলার রেকর্ডে শীর্ষে সাকিব। ২০০৬-এর ২৮ নভেম্বর থেকে ২০২৩-এর ১৪ মার্চ পর্যন্ত ১৬ বছর ১০৬ দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

সবচেয়ে কম বয়সি টেস্ট অধিনায়ক 
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০০৯-এর ১৭ জুলাই গ্রেনাদার সেন্ট জর্জেস গ্রাউন্ডে ২২ বছর ১১৫ দিন বয়সে টেস্টে অধিনায়ক সাকিবের অভিষেক হয়। এই রেকর্ড গড়ার পথে সাকিব ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের রেকর্ড। ২০০৭-এর ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলংকার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টেস্টে অধিনায়ক হয়েছেন আশরাফুল।

সবচেয়ে বেশি সিরিজসেরা 
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য সিরিজ হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২৩০ ওয়ানডে খেলে বাংলাদেশের এই অলরাউন্ডার সিরিজসেরা হয়েছেন সাতবার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category