যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন ও অতর্কিত হামলার মামলায় রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সরকারকে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এসময় বিচারক হয়ে এমন অভিযোগ আসায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের কয়েক মাস পরে দেবাংশু একটি প্রাইভেটকার কেনার জন্য হৃদিতার পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করেন। হৃদিতা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। পরে দেবাংশু ৩০ লাখ টাকা না পেলে হৃদিতা সরকারের সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে দেন।