রাজধানীর ধানমন্ডিতে একটি বিপণিবিতানের হীরার দোকানে চুরি হয়েছে। মাত্র ১০ মিনিটে প্রায় ২ কোটি টাকার হীরা চুরি করেন চোর চক্রের সদস্যরা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডির মেট্রো শপিং মলের চারতলার একটি দোকান থেকে হীরার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোর চক্রের সদস্যরা শাটারে লাগানো তালা কেটে ওই দোকানে ঢোকেন। এর ১০ মিনিট পরে তাঁরা দোকান থেকে বেরিয়ে যান।
পারভেজ ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।