বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর পবিত্র হজ করার জন্য মদিনায় পৌঁছেছেন ৭ লাখ ১৮ হাজার ৩০ জন মুসল্লি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিমান ও সীমান্ত অতিক্রম করে তারা সেখানে পৌঁছেছেন। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ খবর দিয়েছে আরব নিউজ।
হজ ও পরিদর্শন কমিটি এক পরিসংখ্যানে জানিয়েছে, হজ করার উদ্দেশ্যে ২৯ হাজার ৯০ জন মুসল্লি সৌদি পৌঁছেছেন। এদের মধ্যে ২৫ হাজার ৯৬২ জন মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন।
পরিসংখ্যানে আরও বলা হয়েছে- এদিন মক্কায় ৫ লাখ ৫৬ হাজার ৯৫২ জন মুসল্লি হজ করার উদ্দেশ্যে সৌদিতে পা রাখেন। গতকাল পর্যন্ত মদিনায় হজ করতে আসাদের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ২১ জনে পৌঁছেছে। মদিনায় আগত হজ যাত্রীদের মধ্যে ৫৪ শতাংশকে মেডিকেল সুবিধা দেওয়া হয়েছে।
এসব হজ যাত্রীদের যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য বিমানবন্দর ও সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টাই কাজ করা হচ্ছে।
এদিকে সৌদি আরবে কবে পবিত্র কুরবানি অনুষ্ঠিত হবে তা জানতে মুসলিম বিশ্বকে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।