• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ আমরা ক্ষমতায় যেতে চাই না ভারতের কনসার্ন নিয়ে: হাসনাত আবদুল্লাহ এক লাখ প্রতিষ্ঠানকে ডিসেম্বরেই নিবন্ধনের আওতায় আনবে এনবিআর নেপালেও ‘বালিশকাণ্ড’, সাবেক মন্ত্রীসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা আয় করা ৯০০ কোটি রুপি ছবির নায়িকা সম্পর্কে জানেন? এমবাপ্পের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল শীতে বিপর্যস্ত পঞ্চগড়, পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা আইন-বিচার :দ্বৈত শাসনের অবসান! জয়জয়কারেও বাস্তবের অপেক্ষা বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের, বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং

আয় করা ৯০০ কোটি রুপি ছবির নায়িকা সম্পর্কে জানেন?

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

চলতি বছর ভারতের সবচেয়ে ব্যবসাসফল ‘কানতারা: আ লিজেন্ড চ্যাপটার ১’–এর নায়িকা রুক্মিণী বসন্ত। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। ছবিতে ঋষভ শেঠির সঙ্গে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন রুক্মিণী।

রুক্মিণী বসন্ত কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি কন্নড়ভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়। ২০২৩ সালের কন্নড় চলচ্চিত্র অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

দক্ষিণ ভারতীয় সিনেমার দুনিয়ায় তিনি পরিচিত মুখ। কিন্তু ‘কানতারা: আ লেজেন্ড-চ্যাপ্টার ১’-এর পর এখন সারা ভারতেই আলোচনায় রুক্মিণী বসন্ত, এমনকি আন্তর্জাতিক পরিসরেও তাকে নিয়ে কথা হচ্ছে।

রাজকন্যা কঙ্কাবতীর চরিত্রে তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। কয়েক বছর আগেও আঞ্চলিক ছবির ভেতরে সীমিত ছিল যার পরিচিতি, তিনিই আজ হয়ে উঠেছেন সিনেমাপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

‘কানতারা’র সাফল্যের পর এর সিকুয়েলে অভিনয় চাপের ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে রুক্মিণী বলেন, ‘নিশ্চয়। প্রথমটা সফল হলে দ্বিতীয় ভাগে দায়িত্ব বেড়ে যায়। তবে আমাদের টিম খুবই আন্তরিক ছিল। চাপ অনেক সময় আমাদের আটকে দেয়, কিন্তু দায়িত্ব সব সময় প্রেরণা জোগায়। এই ছবির টিম দায়িত্বকে প্রেরণায় পরিণত করেছে। তাই কাজকে কখনোই বোঝা মনে হয়নি। আমরা আমাদের সেরাটা উজাড় করে দিতে পেরেছি। সবার সহযোগিতার কারণেই এটা হয়েছে।’

‘কানতারা: আ লেজেন্ড–চ্যাপ্টার ১’–এর অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত রুক্মিণী। তিনি বলেন, ‘আমাকে যখন তিনি এই ছবির প্রস্তাব দেন, তখন একেবারেই স্বপ্নের মতো মনে হয়েছিল। চরিত্রটা যেমন বড়, কাহিনিতেও এর গুরুত্ব অনেক। শুরুতে অবশ্য একটু ভীত ছিলাম। কিন্তু ঋষভ স্যারের ভরসা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল।’

ছবিতে রাজকন্যা কঙ্কাবতীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। এই চরিত্রে ঢোকার জন্য তার ছিল দীর্ঘ প্রস্তুতি। তিনি বলেন, ‘এমন একটা ছবিতে কাজ করার সময় করাবলি সংস্কৃতির মধ্যে পুরোপুরি নিমজ্জিত হওয়াটা জরুরি। কারণ, কানতারা শুধু কাহিনি নয়, করাবলি অঞ্চলের পরম্পরা ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত। আমার চরিত্রের কারণে ভূতপ্রেত ও দেব–দেবীর পূজা সম্পর্কে বিশদভাবে জানতে হয়েছে। লেখক ও ঋষভ স্যার এ ক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, শারীরিক ভাষা আয়ত্ত করা। কঙ্কাবতীকে সঠিকভাবে জীবন্ত করে তুলতে তা শেখা জরুরি ছিল।’

সামনে রুক্মিণীকে ‘টক্সিক’ ছবিতে দেখা যাবে। তিনি বলেন, ‘গত অক্টোবর থেকে আমি যেসব ছবিতে কাজ করেছি, সেগুলো একেবারেই ভিন্ন ধারার। এই ভ্রমণে ক্রমাগত নিজেকে আমি চ্যালেঞ্জ করেছি। এর মধ্যে দুটি জিনিস শিখেছি—আমার শক্তি ও দুর্বলতা চিনেছি এবং নিজেকে ক্রমান্বয়ে উন্নত করে চলেছি।’

রুক্মিণীর কাছে প্রতিটি চরিত্র মানে নতুন এক যাত্রা, নতুন এক চ্যালেঞ্জ। ‘কানতারা: আ লেজেন্ড–চ্যাপ্টার ১’ তাকে শুধু বড় ক্যানভাসেই তুলে আনেনি, বরং নিজের ভেতরের সম্ভাবনাকেও নতুনভাবে চিনতে শিখিয়েছে। দায়িত্বকে তিনি বোঝা নয়, প্রেরণা হিসেবে দেখেন।

সম্প্রতি আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) করা চলতি বছরের জনপ্রিয় ভারতীয় তারকার তালিকায় জায়গা পেয়েছেন।

অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, তার প্রতিদিনের রুটিনে নেই কোনো কঠোর নিয়ম। শুটিংয়ের ফাঁকে স্কেচ করা, শৈশবের কমিকস ঘাঁটা, মুখস্থ ছবিগুলো বারবার দেখা কিংবা মনের সঙ্গে মিলে যায়, এমন গান শুনে ফেলা—এসব ছোট ছোট অভ্যাসই তাঁকে স্থির রাখে।

মজার সিনেমা বেছে নিতে চাইলে তিনি দেখেন ‘ওম শান্তি ওম’। ‘প্রতিবারই ওটায় নতুন কিছু খুঁজে পাই। ইন্ডাস্ট্রিকে মজা করে দেখায়, কিন্তু কখনো তাচ্ছিল্য করে না,’ বলেন রুক্মিণী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category