• মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গায়

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিনোদন জগতের তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র এবারের পর্ব ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদে। ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনজীবনের নানা রঙিন অধ্যায় দর্শকদের সামনে বরাবরের মতোই তুলে ধরেন নির্মাতা হানিফ সংকেত। সেই লক্ষ্যে এবার নির্মাতা ‘ইত্যাদি’ ধারণ করেছেন চুয়াডাঙ্গায়। আর ‘ইত্যাদি’-র শুটিং হয়েছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যা ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন হাজারদুয়ারি নামে খ্যাত। অনুষ্ঠানটির আয়োজন দর্শকদের জন্য এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়, যেখানে চুয়াডাঙ্গা শহরের সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়েছে।

‘ইত্যাদি’ নির্মাণ অনুষ্ঠানের শুরুতে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য পরিবেশন করা হয়, যা চুয়াডাঙ্গার কৃষ্টি ও ইতিহাসকে তুলে ধরা হয়েছে। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন নির্মাতা হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীরা তাদের চমৎকার নৃত্য পরিবেশন করেন। নৃত্যটির কোরিওগ্রাফি করেন এসকে জাহিদ এবং কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার সন্তান, লোকসংগীতশিল্পী বিউটি এবং ইত্যাদির আবিষ্কার জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই-এর পরিবেশনায় ছিল দুটি বিশেষ গান। গানের কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজনে ছিলেন মেহেদী।

শুটিং উপলক্ষ্যে চুয়াডাঙ্গাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের স্থল কেন্দ্র করে বসেছিল এক জমজমাট মেলা, যেখানে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন স্থানীয় দোকানিরা। দুপুর থেকেই দর্শকরা দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। আর নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

 

‘ইত্যাদি’-তে ধারণ করা জনপ্রিয় শিল্পীরা হচ্ছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, সুর্বণা মজুমদার, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদ, জাহিদ চৌধুরী, সাবরিনা নিসা, নজরুল ইসলামসহ আরও অনেকে। শুটিং শেষে দর্শকরা অনুষ্ঠানটির ধারাবাহিকতার জন্য উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর)  রাত ৮টায় বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার করা হবে ‘ইত্যাদি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category