• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

‘প্রতিরোধ করা হবে স্বৈরাচারের দোসরদের নিয়ে রাজনৈতিক দল করলে’

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

স্বৈরাচারের দোসরদের কোনো রাজনৈতিক দলে প্রবেশ করানো কিংবা নতুন দল তৈরির চেষ্টা হলে, সেই দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ টুমোরো ফোরাম (বিটিএফ) আয়োজিত ‘জুলাই-আন্দোলন ২০২৪ বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘নতুন দল বানানোর জন্য যাদের আকাঙ্ক্ষা আছে, কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন- সেটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার, পতিত স্বৈরাচারের কোনো সহযোগীদেরকে যদি কোনো রাজনৈতিক দল নিজ দলে প্রবেশ করায়, তাহলে সে রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল করার অভিপ্রায় থাকে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, জনগণ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনার বিচার হতেই হবে। শেখ হাসিনা এবং তার সাঙ্গোপাঙ্গরা এত মানুষ হত্যা করেছে, সেই খুনিদেরকে আমরা পুনর্বাসন করতে দিতে পারি না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট এবং সম্পদ বিনষ্ট করেছে তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনব।’

তিনি বলেন, আওয়ামী লীগ দিল্লিকে ম্যানেজ করে ক্ষমতায় টিকে ছিল। আওয়ামী লীগ ক্ষমতার উৎস হিসেবে ধরে নিত দিল্লিকে। সরকারের কিছু লোকজন বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন।বর্তমানে দেশে যে সংকট চলছে, এই সংকট থেকে উত্তরণের উপায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।’

বিটিএফ’র আহ্বায়ক রাজ মাসুদ ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদা হাসান পাহীন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category