• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

হাসিনার রায় নিয়ে এ কেমন মন্তব্য বিজেপি নেতা শুভেন্দুর

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এই রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘পাকিস্তানের নির্দেশে’ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারী এএনআইকে বলেন, ‘এটা পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে। এটা কার্যকর হবে না। শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত। তিনি একজন প্রগতিশীল মুসলমান। শেখ হাসিনা কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না।’

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, তারা ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের’ দেওয়া এই রায়ের বিষয়টি পর্যবেক্ষণ করেছে। ভারত জানায়, তারা সব সময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে থাকে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সব সময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category