• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

৮২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা এস আলম গ্রুপের

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

দেশের আর্থিক খাতে আলোচিত এস আলম গ্রুপের ৮২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে এস আলম ও তার পরিবার মিলিয়ে ব্যক্তি ২৬ জন এবং প্রতিষ্ঠান ৫৬টি।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো মঙ্গলবার এক চিঠিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে সোমবার এস আলম গ্রুপের ৬ ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মঙ্গলবারের চিঠিতে উল্লে­খ করা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালক ও প্রতিনিধিরা সবাই চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের। এই গ্রুপটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আইন লঙ্ঘন করে বিভিন্ন ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ নিয়েছে। বর্তমানে এ ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। ব্যাংকগুলোর পর্ষদের সদস্যরা একই গ্রুপের হওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের ঋণ আদায়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। কিন্তু ব্যাংকগুলোর পরিচালক ও তাদের পরিবার যাতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া শেয়ার ক্রয়-বিক্রয় বা হস্তান্তর করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ রইল।

যাদের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), স্ত্রী ফারজানা পারভীন, ছেলে আহসানুল আলম, মেয়ে মায়মুনা খাতুন। এছাড়াও রয়েছে পরিবারের সদস্য আতিকুর নেসা, শারমিন ফাতেমা, মারজিনা শারমিন, ফারজানা বেগম, শাহানা ফেরদৌস, রহিমা বেগম, মোহাম্মদ আবদুল মালেক, আশরাফুল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, জামাল মোস্তফা চৌধুরী, বেলাল আহমেদ, মাহমুদুল আলম, আশরাফুল আলম, বদরুন নেসা আলম, ওয়াহিদুল আলম সেথ, রোকয়ে ইয়াসমিন, শহিদুল আলম, হালিমা বেগম, রাশেদুল আলম, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, ওসমান গনি ও শহিদুল আলম।

যেসব প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো- এবিসি ভেঞ্চার লিমিটেড, আরমাডা স্পিনিং, বাংলাদেশ পেট্রো কেমিক্যাল, বিএলইউ ইন্টারন্যাশনাল, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি, ব্রডওয়ে ইম্প্যাক্স কোম্পানি, সি অ্যান্ড এ এক্সেসরিস, সি অ্যান্ড এ ফেব্রিকস, কারোলিনা বিজনেস এন্টারপ্রাইজ, ডাইনামিক ভেঞ্চার লিমিটেড, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং, এক্সেলসিয়র ইম্পেক্স কোম্পানি, ফতেহাবাদ ফার্ম, জেনেসিস টেক্সটাইল এক্সেসরিস অ্যান্ড অ্যাপারেলস, গ্র্যান্ড বিজনেস লিমিটেড, হাসান আবাসন প্রা. লিমিটেড, হাইক্লাস বিজনেস এন্টারপ্রাইজ, হলিস্টিক ইন্টারন্যাশনাল, হানিওয়েল সিকিউরিটিজ করপোরেশন, আইডিয়াল ফ্লাওয়ার মিলস, জেএমসি বিল্ডার্স, কর্ণফুলী ফুডস, কর্ণফুলী প্রাকৃতিক গ্যাস, কিংস্টোন ফ্লাওয়ার মিল, কিংস ওয়ে এনডিভার্স লিমিটেড, লিডার বিজনেস এন্টারপ্রাইজ, লায়ন সিকিউরিটিজ, লায়নহেড বিজনেস রিসোর্স, ম্যারাথন ট্রেড ইন্টারন্যাশনাল, মিল্কওয়ে ইম্প্যাক্স লিমিটেড, মডার্ন প্রপার্টিজ, নওশিন স্টিল, ওশ্যান রিসোর্ট, পদ্মা এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডিং, প্যারাডাইস ইন্টারন্যাশনাল, পিকস বিজনেস এন্টারপ্রাইজ, পারসেপটা এন্ডিভার্স লিমিটেড, প্লাটিনাম এন্ডিভার্স লিমিটেড, পোর্টম্যান সিমেন্ট লিমিটেড, প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট, পুষ্টি ভেজিটেবল ঘি, রিল্যায়াবল এন্টারপ্রাইজ, শাহ আমানত প্রাকৃতিক গ্যাস, সলিড ওয়্যাক ইন্স্যুরেন্স, সোনালী কর্পো লজিস্টিক, ইউনিগ্লোব বিজনেস রিসোর্স, ইউনিক ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ, ইউনিটেক্স সিমেন্ট, ইউনিটেক্স স্টিল মিলস, ইউনিটেক্স ট্রি লিমিটেড, ভাইব্রান্ড এন্টিভার্স, ভেক্টর ট্রেড অ্যান্ড বিজনেস, ওয়েসকো লিমিটেড এবং ওয়েস্টার্ন ডিজাইনার লিমিটেড।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category