• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

ইসরায়েলের ২০ জন গুপ্তচর গ্রেপ্তার করেছে ইরান

Reporter Name / ১৭০ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানায়, এসব অভিযুক্তদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না। তাদের বিচার প্রক্রিয়া উদাহরণ হিসেবে উপস্থাপন করা হবে। গত বুধবার ইরান এক পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তিনি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক বিজ্ঞানীর তথ্য ফাঁসের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

শনিবার তেহরানে সংবাদ সম্মেলনে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি জানান, গ্রেপ্তার হওয়া ২০ জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়েছে, তবে তিনি এর সঠিক সংখ্যা প্রকাশ করেননি। তিনি বলেন, “গুপ্তচর ও জায়োনিস্ট শাসনের এজেন্টদের বিরুদ্ধে বিচার বিভাগ কোনো রকম ছাড় দেবে না। কঠোর রায় দিয়ে তাদের সবাইকে শিক্ষা দেওয়া হবে।” তদন্ত শেষ হলে পুরো বিবরণ প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

এ বছর ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত আটজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

গত জুনে ইসরায়েল টানা ১২ দিন ইরানে বিমান হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল ইরানের শীর্ষ জেনারেল, পারমাণবিক বিজ্ঞানী, স্থাপনা এবং আবাসিক এলাকা। জবাবে ইরানও ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

মানবাধিকার সংগঠন এইচআরএনএ’র তথ্য অনুযায়ী, ওই ১২ দিনের ইসরায়েলি হামলায় ইরানে মোট ১,১৯০ জন নিহত হয়, যার মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। অপরদিকে, ইসরায়েল জানায়, ইরানের পাল্টা হামলায় তাদের দেশে ২৮ জন নিহত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category