• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

কনসার্ট করবেন আসিফ, ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহযোগিতায়

Reporter Name / ৪৮ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অনেকে আহত হয়ে এখনো কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। তাদের অনেকেই সামর্থ্যরে অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব আহত ব্যক্তির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তাদের চিকিৎসার জন্য কনসার্টের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আসিফ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদের সঠিক তালিকা এখনো পাওয়া যায়নি। বুলেটবিদ্ধ আহত ছাত্র-জনতা কাতরাচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই এ বিষয়ে কাজ করছে। অনেকেই আছেন যাদের চিকিৎসার সামর্থ্য নেই, অথচ সুচিকিৎসা প্রয়োজন। বাংলাদেশের সমৃদ্ধ ব্যান্ডগুলো এরই মধ্যে একটা পেশাদারিত্বের ছকে আছে। তারা জানে কনসার্ট থেকে কীভাবে উপার্জন করতে হয়। আমরা সলো আর্টিস্টরাও পারব, কনসার্টের মাধ্যমে ফান্ড রাইজ করতে। প্রয়োজন প্রোপার ম্যানেজমেন্ট। দেশের মানুষকে কনসার্টের মাধ্যমে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সম্পৃক্ত করা যায়, তারা স্বতঃস্ফূর্তভাবেই অংশ নেবে। জালিমের বিদায়ের পর দেশ আবারও মুখরিত হবে তারুণ্যের উচ্ছ্বাসে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। শিক্ষার্থীদের পক্ষে এখনো সোচ্চার এ সংগীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচকদের উদ্দেশ্যে আসিফ বলেন, ‘এরাই পনেরো বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় থাকা স্বৈরাচারী সরকারের হালুয়া রুটির ভাগ পাওয়া নব্য বাকশালী, বিলুপ্তি থেকে ফিরে আসা আগুনমুখা ড্রাগন। এরা ছাত্র-জনতার ঐক্যে অর্জিত নতুন স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সোশ্যাল মিডিয়ায় এদের রুখে দিতে হবে, এরাই নেতাকর্মী ফেলে পালিয়ে যাওয়া স্বৈরাচারী হাসিনার ভ্রাম্যমাণ দোসর।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category