• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

কোনো শর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রস্তুত পুতিন: ক্রেমলিন

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

গত বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন তার সঙ্গে বৈঠক করতে চান। দুজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে। এবার বিষয়টি স্বীকার করেছে মস্কো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কোনো ধরনের শর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত পুতিন। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট।

নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শপথ নেওয়ার অল্প কয়েক দিন বাকি থাকতে পুতিনের সঙ্গে বৈঠক আয়োজনের ঘোষণা দিলেন এই রিপাবলিকান নেতা।  আর এতে শর্তহীনভাবে বৈঠকে বসতে সায় দিলেন পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার (১০ জানুয়ারি) বলেছেন, আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ট্রাম্প নিজেও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। তার এই আগ্রহকে স্বাগত জানায় মস্কো।  তবে, এই মাসের শেষের দিকে তার অভিষেকের পরেই কোনো মুখোমুখি বৈঠকের পরিকল্পনা করা হবে।

পেসকভ বলেন, কেবলমাত্র পারস্পরিক ইচ্ছা এবং বিদ্যমান সমস্যাগুলো সংলাপের মাধ্যমে সমাধানের রাজনৈতিক সদিচ্ছাই প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা দেখছি যে ট্রাম্পও সমস্যা সমাধানে সংলাপের মাধ্যমে প্রস্তুতি ঘোষণা করেছেন, আমরা এটি স্বাগত জানাই।

তবে পেসকভ আরও যোগ করেন, বর্তমানে কোনো বৈঠকের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নেই।

৯ জানুয়ারি ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান।  তিনি তা প্রকাশ্যেও বলেছেন, এবং আমাদের এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। এটি একটি রক্তক্ষয়ী পরিস্থিতি।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য গত জুনে দেওয়া প্রস্তাবে এখনও অনড় রয়েছেন পুতিন।  সেখানে দুটো শর্ত দিয়েছিলেন তিনি।  কিয়েভকে পশ্চিমাদের সামরিক সংগঠন ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ছাড়তে হবে।

এছাড়া তিন বছরের বেশি সময় ধরে লড়াইয়ে ইউক্রেনের এক–পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী।  অন্যদিকে ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন।  রাশিয়ার দ্বিতীয় শর্ত হলো- ইউক্রেনে ইতোমধ্যে অধিকৃত চারটি অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে মেনে নিতে হবে।  এই প্রস্তাবকে আত্মসমর্পণ বলে প্রত্যাখান করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলােদিমির জেলেনস্কি।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন। এরপর ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন জেলেনস্কি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category