• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

গুগল পে আজ থেকে দেশে চালু হচ্ছে, গ্রাহকের যেসব সুবিধা মিলবে

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বাংলাদেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করবেন।

বিশ্বজুড়ে ব্যবহৃত এই আধুনিক লেনদেন সেবাটি দেশের বাজারে নিয়ে আসছে সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায়। এর মাধ্যমে গুগল পের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে স্বীকৃতি পাচ্ছে সিটি ব্যাংক।

শুরুতেই সীমিত পরিসরে ব্যবহার, ভবিষ্যতে সম্প্রসারণের সম্ভাবনা

প্রথম ধাপে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এই সুযোগ আরও বিস্তৃত হবে বলে জানা গেছে।

অ্যান্ড্রয়েড ফোনেই লেনদেন, কার্ড বহনের ঝামেলা নয়

গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট অব সেল (POS) টার্মিনালে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ট্যাপ করে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে প্লাস্টিক কার্ড আলাদা করে বহনের প্রয়োজন হবে না।

সেবাটি ব্যবহার করতে গ্রাহকের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর রেস্তোরাঁ, দোকান বা যেকোনো POS টার্মিনালে ফোন ট্যাপ করেই পেমেন্ট করা যাবে।

নিরাপত্তা ও গ্রাহক সুবিধা

গুগল পে লেনদেনে কোনো অতিরিক্ত ফি নেয় না। পাশাপাশি, কার্ডের আসল তথ্যের পরিবর্তে ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকের আর্থিক তথ্য সুরক্ষিত রাখা হয়। এটি সাইবার নিরাপত্তার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশ্বমানের পেমেন্ট সেবা

বিশ্বমানের এই পেমেন্ট সেবা চালুর মধ্য দিয়ে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন যুগ সূচিত হলো।  আর্থিক খাতে উদ্ভাবনের অংশ হিসেবে গুগল পে সেবাটি শুধু নগরভিত্তিক ব্যবহারেই নয়, ভবিষ্যতে দেশের বৃহত্তর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার এই নতুন সংযোজন বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নেবে যুগোপযোগী জাতিগঠন বাস্তবায়নের পথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category