বল হাতে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন কাটার মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসার। রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানেই গুঁটিয়ে যায় পাকিস্তান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান।
এদিন বল হাতে মুস্তাফিজ ২ উইকেট শিকার করেন। যার জন্য ৪ ওভারে খরচ করেন মাত্র ৬ রান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ড এটি। এর আগে কেউই ৪ ওভারে এত কম রান দিয়ে বল করেননি। রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।