• রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

মক্কায় ‘হজ গ্রাম’ বানাতে জমি কিনছে ইন্দোনেশিয়া

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ইন্দোনেশিয়ার হজযাত্রীদের জন্য একটি বিশেষায়িত ‘হজ গ্রাম’ প্রতিষ্ঠার লক্ষ্যে জমি কেনার প্রক্রিয়া শুরু করেছে দেশটি। যুগান্তকারী এই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বুধবার (৩০ জুলাই) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দেশটির বিনিয়োগমন্ত্রী রোজান রোজলানি এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

সৌদি আরব সম্প্রতি বিদেশি নাগরিকদের কাছে প্লট ও আবাসন বিক্রির আইনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এই নতুন আইনের আওতায়ই ইন্দোনেশিয়া মক্কায় জমি কেনার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। এই জমিতে নির্মিতব্য ‘হজ গ্রামে’ ইন্দোনেশীয় হজ ও ওমরাহ পালনকারীদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থার পাশাপাশি একটি বাণিজ্যিক এলাকাও গড়ে তোলা হবে। এর ফলে ইন্দোনেশিয়া থেকে আগত লক্ষ লক্ষ মুসলিম নাগরিকের জন্য হজ ও ওমরাহ পালন আরও সুশৃঙ্খল, সুবিধাজনক এবং সহজ হবে।

বিনিয়োগমন্ত্রী রোজলানি সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মক্কায় একটি স্বতন্ত্র হজ গ্রাম নির্মাণের প্রস্তাব উপস্থাপন করেন। উভয় নেতাই এই প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছেন, যা ইন্দোনেশিয়ার হজযাত্রীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। তিনি আরওবলেন, মক্কার রয়‍্যাল কমিশন এই প্রকল্পের জন্য শহরের খুব কাছে অবস্থিত আটটি ভিন্ন ভিন্ন প্লটের প্রস্তাব দিয়েছে। এই প্লটগুলো ২৫ থেকে ৮০ হেক্টর পর্যন্ত বিস্তৃত এবং উঁচু-নিচু উভয় ধরনের জমিই এর অন্তর্ভুক্ত।

এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রস্তাবিত জমিতে যদি কোনো বিদ্যমান জনবসতি থাকে, তবে তা স্থানান্তরের সম্পূর্ণ দায়িত্ব সৌদি সরকার পালন করবে। ইন্দোনেশিয়া কেবল নির্দিষ্ট জমিটুকু ক্রয় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category