• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রবাসী সোবহানের লাশ আসছে কাল সরকারি খরচে

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

সব প্রক্রিয়া শেষে অবশেষে সরকারি খরচে দেশে আসছে মালয়েশিয়া প্রবাসী আবদুল সোবহানের লাশ। আগামীকাল রোববার মালয়েশিয়ার স্থানীয় সময় সাড়ে ৩ টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৮৭ ফ্লাইটে তাকে আনা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোবহানের লাশ গ্রহণ করবেন তার ছেলে সাগর।

গত ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতাল মর্গে প্রায় দুই মাস ধরে রাখা ছিল তার লাশ। হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে মৃত্যুর খবর জানালে হাসপাতালে গিয়ে খোঁজ নেয় হাইকমিশন; কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া নিহতের পরিচিত অন্য কারো কোনো তথ্য দিতে পারেনি। পাসপোর্ট অনুযায়ী, ওই বাংলাদেশির নাম মো. আবদুল সোবহান (৪৯)। তিনি কুমিল্লা জেলার নুরের জামানের ছেলে।

হাইকমিশনের এক বিবৃতিতে জনসাধারণের সহযোগিতা চেয়ে বলা হয়েছিল- স্ট্রোকজনিত কারণে সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। মৃতের হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্য না থাকায় এবং তার পরিবার ও স্বজনদের খুঁজে না পাওয়ায় লাশ দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছিল মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

প্রবাসী ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় নিশ্চিতে চেষ্টা চালায় বাংলাদেশ হাইকমিশন। লাশ শনাক্তে স্বজন বা অন্য পরিচিতজনদের হাইকমিশনে যোগাযোগ করতেও বলা হয়। পরবর্তীতে হাইকমিশন সোবহানের ব্যাগ খুঁজে কাগজের টুকরোয় একটি মোবাইল নম্বর পায়। ওই নম্বরে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাশ কথা বলে জানতে পারেন তিনি তার মেয়ে; কিন্তু মেয়ে সোবহানের লাশ দেশে নিতে আগ্রহ না দেখিয়ে মোবাইল বন্ধ করে দেন। হাইকমিশন থেকে বারবার তার মেয়ের সঙ্গে যোগাযোগ করার পরেও সংযোগ পাওয়া যায়নি।

১৮ মে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাশ জানান, হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় হাইকমিশন তার পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য পুলিশের সহযোগিতায় মোবাইল নম্বরের রেজিস্ট্রেশনধারীর তথ্য সংগ্রহ করে। প্রাপ্ত তথ্য অনুসারে হাইকমিশন নম্বরটি মৃতের মেয়ের বলে নিশ্চিত হয়। পরবর্তীতে বিস্তারিত উল্লেখপূর্বক সহযোগিতা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয়ের তাৎক্ষণিক উদ্যোগে প্রতিবেদনের সূত্র ধরে মৃতের ছেলের সঙ্গে যোগাযোগ করা হয়।

মৃতের ছেলে সাগর মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে নিজেদের আর্থিক দুরবস্থার কথা জানিয়ে সরকারি খরচে লাশ দেশে নেওয়ার আবেদন করেন। সাগরের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় ও হাইকমিশন প্রবাসী সোবহানের লাশ দেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল রোববার মালয়েশিয়ার স্থানীয় সময় সাড়ে ৩টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৮৭ ফ্লাইটে দেশে পাঠাচ্ছে।

একটি অজ্ঞাত লাশ দেশে পাঠাতে সরকার ও হাইকমিশনের দীর্ঘ সময় ধরে এমন ধারাবাহিক প্রচেষ্টার সফল সমাপ্তি সত্যিই প্রশংসনীয় এবং সংশ্লিষ্ট সবাই প্রশংসার দাবিদার বলে মনে করেন প্রবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category