মক্কার পবিত্র কাবার ঠিক ওপরে আশ্চর্যজনকভাবে সরাসরি অবস্থান করেছে সূর্য। এই মহাজাগতিক দৃশ্যের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা কোনো যান্ত্রিক যন্ত্র ছাড়াই নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করতে সক্ষম হয়েছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি আরবের জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি। সংস্থাটির বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, দুপুরের দিকে মক্কার আকাশে সূর্য কাবার ঠিক উপরে অবস্থান করে, যার ফলে আশেপাশের সব ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, “এই সময়ে পৃথিবীর এমন যেকোনো জায়গা থেকে, যেখানে সূর্য দেখা যায়, সেখানে ছায়া দেখে কিবলার দিক চিহ্নিত করা সম্ভব হয়েছে। কারণ সূর্য তখন কাবার সঙ্গে উলম্বভাবে অবস্থান করছিল।”
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, “এই বিরল ঘটনাটি যোহরের নামাজের সময় ঘটে এবং এর রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক তাৎপর্য। এটি মুসলমানদের জন্য একটি ঐতিহ্যবাহী ও নির্ভরযোগ্য পদ্ধতি, যার মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তির সহায়তা ছাড়াই কিবলার দিক নির্ধারণ করতে পারেন।”
বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের জন্য এটি ছিল এক অনন্য সুযোগ, কিবলার সঠিক দিক নির্ধারণে প্রকৃতির এই মহামূল্যবান উপহার কাজে লাগানোর।