• সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

লন্ডনে শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতা ‘এসো বাংলা শিখি’

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

যুক্তরাজ্যের লন্ডন শহরে শিশু কিশোরদের নিয়ে ‘এসো বাংলা শিখি’ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে কানাইঘাট এসোসিয়েশন ইউকে।

স্থানীয় সময় রোববার বিকালে শহরের দারুল উম্মাহ কেয়ার হাউসে ব্যতিক্রমী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে যুক্তরাজ্যে বসবাসরত শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, দেশাত্মবোধক গান, বক্তৃতা,গল্প বলা, চিত্রাঙ্কন,কুইজ এবং বাংলা বর্ণমালা লেখা।

আহমেদ ইকবাল চৌধুরী, জাকির এইচ মিল্লাত ও মাওলানা মনজুর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি আনিসুল হক, সাবেক সভাপতি রফিক আহমেদ, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ইজ্জত উল্লাহ, উপদেষ্টা সাব্বির আহমেদ, সহ সভাপতি অধ্যাপক এম এ মালিক, সহ সভাপতি সাদেকুল আমিন, সহ সভাপতি মখলিছুর রহমান, সহ সভাপতি জাকারিয়া সিদ্দীক, সহ সভাপতি শায়খ আবুল হাসনাত চৌধুরি, ট্রেজারার ইমাদ উদ্দিন রানা।

বক্তারা বলেন, বিদেশি ভাষা ও সংস্কৃতিতে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষাশিক্ষার মাধ্যমে বাংলাদেশের মহান মাতৃভাষা সংগ্রাম, স্বাধীনতাযুদ্ধ, ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার বিকল্প নেই। এছাড়া প্রবাসে মাতৃভাষাচর্চাকে আরও সূদৃঢ় করতে এবং মাতৃভূমির সঙ্গে পরবর্তী প্রজন্মের সেতুবন্ধ তৈরি করতে নিজের ভাষাশিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আগামী দিনে এমন আরো আয়োজনে সংগঠনের প্রতি আহ্বান জানান।

আরও উপস্তিত ছিলেন, মাওলানা মাহবুব হুসাইন খান, নুমান আহমেদ, সালিক আহমেদ, তাহের উদ্দিন, আবু সালেহ ইয়াহিয়া, আজমল হুসেইন চৌধুরী, গুলজার হুসাইন চৌধুরী, মওদুদ হাসান। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

লন্ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category