• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঈদের সিনেমা নিয়ে

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

কয়েক দিন পরই ঈদ। প্রতি বছরের মতো এবারও ঈদ উৎসবে মুক্তির অপেক্ষায় আছে একাধিক সিনেমা। তালিকায় রয়েছে শাকিব খান-ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’, আফরান নিশো-তমা মির্জা অভিনীত ‘দাগি’, সিয়াম আহমেদ-শবনম বুবলী-দীঘির ‘জংলি’, আব্দুন নূর সজল-নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’, মোশাররফ করিম-রিকিতা নন্দিনীর ‘চক্কর ৩০২’।

সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ বেশ। এরই মধ্যে জমে উঠেছে প্রচারণা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিজার, ট্রেলার, গান মুক্তি দিয়ে সংশ্লিষ্টরা ঈদের সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তৈরি করতে ব্যস্ত। এদিকে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র ছাড়াই, সিনেমাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে প্রচারণা চলছিল।

এ নিয়েও একটি সংশয় কাজ করছিল, সঠিক সময়ে সিনেমাগুলো মুক্তি পাবে তো? তবে এ সংশয় কেটে গেছে। এরই মধ্যে ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’ ও ‘চক্কর ৩০২’ সেন্সর ছাড়পত্র পেয়েছে দিন কয়েক আগে। ২৫ মার্চ বিকালে ভায়োলেন্সের কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে ‘বরবাদ’ও ছাড়পত্র পেয়েছে।

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘দাগি’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ‘ইউ’ গ্রেডে সনদপত্র পেয়েছে সিনেমাটি। তার মানে, এটি সব বয়সি দর্শকদের জন্য উন্মুক্ত। ভাগ্য ও পরিণতি নিয়ে প্রশ্ন তুলবে সিনেমাটি, এমনটাই বলেছেন নির্মাতা।

এদিকে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্পের এ সিনেমা দিয়ে প্রায় দেড় বছর পর প্রেক্ষাগৃহে আসছেন নিশো-তমা জুটি। তাদের সঙ্গে আরও রয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

‘জংলি’ সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ অনেক। প্রায় এক বছর ধরেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। এর আগেও এটি মুক্তির দিনক্ষণ ঠিক করেও মুক্তি পায়নি। সিয়াম-বুবলী ও দীঘিকে নিয়ে সিনেমাটি বানিয়েছেন এম রাহিম। এটিও বিনাকর্তনে ইউ গ্রেডে ছাড়পত্র পেয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের সিনেমা হিসাবে প্রথম বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে এটি। পাশাপাশি সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা এর ভূয়সী প্রশংসা করেছেন। সিয়ামের অভিনয় তাদের মুগ্ধ করেছে। নির্মাতার আশা, সিনেমা হলে দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবে।

এ সিনেমা নিয়ে এরই মধ্যে প্রচারণায় ব্যস্ত শিল্পীরা। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করেছি। অনেক কষ্ট করে আমরা ভালো একটা কিছু তৈরি করেছি। আর মাত্র কয়েকদিন পরই এটি দর্শকের জন্য মুক্তি দেওয়া হবে। আশা করি, সবাই দেখতে আসবেন, আপনাদের অপেক্ষায় গোটা জংলি টিম।’

এদিকে ঈদের সিনেমা মুক্তির দৌড়ে রয়েছে ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন-৩’। এটিও ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে। কামরুজ্জামান রুমানের পরিচালনায় এতে জুটি বেঁধেছেন আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। এ সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফিরলেন এ নায়িকা।

এ সিনেমার ‘কন্যা’ শিরোনামের একটি গান এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। সিনেমাটি প্রসঙ্গে সজল বলেন, ‘এটি হরর সিনেমা হলেও বিনোদনে ভরপুর। অ্যাকশন, রোমাঞ্চ সবই আছে। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। কন্যা গানটির জন্য দারুণ সাড়া পাচ্ছি। দেশ-বিদেশের অনেকেই প্রশংসা করছেন। আমার বিশ্বাস, গানের মতো সিনেমাটি নিয়েও দর্শক সন্তুষ্টি প্রকাশ করবেন।’

এদিকে নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে কয়েক বছর আগেই নির্মিত হয়েছে ‘চক্কর ৩০২’ নামে একটি সিনেমা। নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। এটি বছরখানেক আগেই ছাড়পত্র পেয়েছে।

তাই এবার আর এ বিষয়ে তাদের বেগ পেতে হয়নি। ঈদের সিনেমা হিসাবে এটিও দর্শকদের পছন্দের তালিকায় থাকবে বলে দাবি নির্মাতার। এরই মধ্যে সিনেমাটির প্রচারণা চলছে, মুক্তি পেয়েছে এর একটি গান। এতে মোশাররফ করিমের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category