বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আদভানি। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম দিয়েছেন কিয়ারা। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে কিয়ারা আদভানির নরমাল ডেলিভারি হয়। বুধবার (১৬ জুলাই) সকালে ইনস্টাগ্রামে যৌথভাবে এক বিবৃতিতে এই তারকা দম্পতি লেখেন, ‘আশীর্বাদ হিসেবে আমরা একটি কন্যাসন্তান পেয়েছি। আমাদের হৃদয় এখন পরিপূর্ণ। আজীবনের জন্য আমাদের জীবন বদলে গেল।’