• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের অর্থ-সম্পদ আরও ফুলেফেঁপে উঠেছে। মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, মাস্কই এখন ইতিহাসের সর্বকালের সেরা ধনী।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, সবমিলিয়ে এই মুহূর্তে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ৩৪০ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩৪ হাজার কোটি ডলারের বেশি, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভ‚মিকায় ছিলেন মাস্ক। ট্রাম্পকে জেতাতে তিনি নিজের পকেট থেকেই ব্যয় করেছেন প্রায় ২০ কোটি ডলার।

জানা গেছে, গত ২০ দিনে মাস্কের সম্পত্তিতে আরও ৭০ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। যা মিয়ানমারের জিডিপির চেয়েও বেশি। পৃথিবীর ইতিহাসে এর আগে কেউ এত ধনী হননি বলে দাবি অর্থনীতিবিদদের একাংশের।

মাস্কের কোম্পানি টেসলা এবং এক্স এআইয়ের দুরন্ত গতিতে পরে উঠছে। ২২ নভেম্বর তার সম্পত্তির পরিমাণ ৩৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে যায়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের জয়ই মাস্ককে এত সম্পদ এনে দিয়েছে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে এক্সএআইয়ের বাজারমূল্য বেড়ে ৫০ বিলিয়নে পৌঁছেছে। এই কোম্পানিতে মাস্কের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস-এক্সও লাভজনক জায়গায় রয়েছে। তাতে মাস্কের শেয়ার ৪২ শতাংশ। এই কোম্পানির বাজারমূল্য ২১০ বিলিয়ন ডলার। আর টেসলায় ১৩ শতাংশ শেয়ার রয়েছে মাস্কের।

পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় এই মুহূর্তে একেবারে শীর্ষে রয়েছেন মাস্ক। দ্বিতীয় স্থানে রয়েছেন ল্যারি এলিসন, তৃতীয় জেফ বেজোস, চতুর্থ মার্ক জাকারবার্গ আর পঞ্চম স্থানে রয়েছে বার্নার্ড আর্নো অ্যান্ড ফ্যামিলি।

তবে এখানে উল্লেখ্য, বিশ্বের সেরা ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ল্যারির সঙ্গে মাস্কের সম্পত্তির পার্থক্য প্রায় ৮০ বিলিয়ন ডলারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category