• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

৪ জন আটক ঢাকায় অবৈধ বেতারযন্ত্রের সামগ্রী বিক্রির অভিযোগে

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ১৭ মে, ২০২৪

রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বেতারযন্ত্রসামগ্রী বিক্রি করার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার বিকেলে রাজধানীর কাফরুল ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গতকাল বিকেলে র‌্যাব-৪–এর একটি দল চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালায়
বিকেলে র‌্যাব-৪–এর একটি দল চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালায়ছবি: র‌্যাব-৪–এর সৌজন্যে

বৃহস্পতিবার র‍্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৪৫), আনোয়ার হোসেন (২৭), আরিফুল ইসলাম (২৬) ও আলামিন আহম্মেদ (২৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বলেছে, আটক চারজন অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড সেটটপ বক্স বিক্রি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, বিটিআরসির অনুমোদনবিহীন এবং আমদানি, বিক্রি, বিপণন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ বিভিন্ন বেতারযন্ত্র যেমন সেটটপ বক্স তাঁরা অবৈধভাবে বিক্রি করেছেন।

অভিযানস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৯৭৭টি চোরাই অ্যান্ড্রয়েড সেটটপ বক্স উদ্ধার করা হয়েছে।

এগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকার বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category