যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আটকে পড়া আরও ৮২ বাংলাদেশি। এ নিয়ে লেবানন থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬৯৭ জন। বেসরকারি একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এর সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। তাদের মধ্যে সরকারী খরচে ৭৬ জন ও IOM এর সহযোগিতায় ফিরেছেন ৬ জন।
এ নিয়ে লেবানন থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬৯৭ জন। এছাড়া বোমা হামলায় একজন বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।