• রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

৭ বিচ্ছেদে ৫৩৫ কোটি এই তারকাদের গুনতে হয়

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সায়রা ও এ আর রাহমান। এএনআই
সায়রা ও এ আর রাহমান। এএনআই

বলিউডের তারকাদের বিয়ে মানেই বিশাল আয়োজন। বিয়ের দিন ঘনিয়ে আসতে আসতে আলোচনা জমে ওঠে। আয়োজনে কে কাকে ছাড়িয়ে যাচ্ছে, সেই হিসাবও কষা হয়। কার্পণ্য করেন না কেউ। সেই বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা হওয়াটাও যেন স্বাভাবিক। এসব বিচ্ছেদে দীর্ঘদিনের সম্পর্ককে ছাপিয়ে কখনো আলোচনায় আসে টাকার পরিমাণ। কারণ, এর জন্য তারকাদের গুনতে হয় কাঁড়ি কাঁড়ি টাকা।

গত কাল থেকে বলিউড দুনিয়ায় আলোচনায় রয়েছে এ আর রহমানের বিবাহবিচ্ছেদ। তবে কত টাকায় এই বিচ্ছেদ মীমাংসা হচ্ছে, সেটা জানা না গেলেও বিভিন্ন সময় বিচ্ছেদের পরে টাকার অঙ্কে আলোচনায় ছিল এই বলিউড বিচ্ছেদগুলো। তাঁদের কাউকে দিতে হয়েছে সারা জীবনের আয়ের অর্ধেক সম্পদ, কোনো কোনো তারকাকে গুনতে হয় শতকোটির টাকার বেশি। ৭ বিচ্ছেদে এই তারকাদের গুনতে হয় ৫৩৫ কোটি রুপি।

হৃতিক রোশন ও সুজান খান
হৃতিক রোশন ও সুজান খানছবি: ফেসবুক

বলিউডে এখন পর্যন্ত আলোচিত বিচ্ছেদের একটি হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ। তাঁদের বিয়ের ১৪ বছর পর সংসার ভেঙে যায়। যা ছিল ভক্তদের কাছে হতবাক করার মতো ঘটনা। তাঁদের বিবাহবিচ্ছেদের আসল কারণ জানা না গেলেও তাঁদের বিচ্ছেদের পরে হৃত্বিককে গুনতে হয়েছিল বিশাল অঙ্কের টাকা। বিবাহবিচ্ছেদের পর নিজের ভরণপোষণের জন্য সাবেক স্বামীর কাছে তিনি সুজান ৪০০ কোটি রুপি দাবি করেছিলেন। হৃতিক তাঁকে ৩৮০ কোটি রুপি দিয়েছিলেন।

আমির খান ও  রীনা দত্ত। ছবি: ফেসবুক
আমির খান ও রীনা দত্ত। ছবি: ফেসবুক

ক্যারিয়ারে তখনো সাফল্য আসেনি। সেই সময়েই প্রেম করে বলিউডের আরেক তারকা আমির খান প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। তাঁরা একসঙ্গে ১৬ বছর সংসার করেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়। তবে এর জন্য মোটেই আমির ভালো ক্যারিয়ার বা অর্থ দায়ী নয়। বোঝাপড়া না হওয়ায় হয়েছিল সেই বিচ্ছেদ। সেই সময় বিচ্ছেদের কারণে রীনাকে ৫০ কোটি রুপি দিতে হয়েছিল। পরে দ্বিতীয় বিয়েও বিচ্ছেদ হয় কিন্তু কিরণ রাওকে কত টাকা দিয়ে হয়েছিল, সেটা এখনো প্রকাশ্যে আসেনি।

সঞ্জয় দত্ত ও  রিয়া। ছবি: ফেসবুক
সঞ্জয় দত্ত ও রিয়া। ছবি: ফেসবুক

১৯৯৮ সালে ভালোবেসে রিয়া পিল্লাইয়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। এটি ছিল সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। ২০০৫ সালে রিয়া আর সঞ্জয়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। ছাড়াছাড়ির পর আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার আগপর্যন্ত সঞ্জয়কে তাঁর সাবেক স্ত্রীর হাতখরচ দিতে হতো। বিচ্ছেদের পরে রিয়াকে আট কোটি রুপি ও একটি দামি গাড়ি দিয়েছিলেন সঞ্জয়।

আদিত্য চোপড়া ও পায়েল খান্না। ছবি: ফেসবুক
আদিত্য চোপড়া ও পায়েল খান্না। ছবি: ফেসবুক

বলিউডের প্রভাবশালী নির্মাতা আদিত্য চোপড়া প্রথম ২০০৯ সালে বিয়ে করেছিলেন পায়েল খান্নাকে। সেই সংসার টিকেছিল মাত্র ৯ বছর। পরে আরেক নায়িকা রানী মুখার্জির সঙ্গে পরকীয়ায় জড়ান এই নির্মাতা। এ কারণে আদিত্য বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নেন। কিন্তু বিচ্ছেদের জন্য কত টাকা দিতে হয়েছে, সেটা সেই সময় জানা না গেলেও পরে শোনা গিয়েছিল, এটি ছিল বলিউডের বিলাসবহুল বিচ্ছেদের একটি। বিচ্ছেদের খোরপোষ বাবদ ৫০ কোটি রুপি দিতে হয়েছিল নির্মাতাকে।

 আরবাজ খান ও মালাইকা। ছবি: ফেসবুক
আরবাজ খান ও মালাইকা। ছবি: ফেসবুক

বলিউড আরেক তারকা আরবাজ খানের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হয়। সেই শুটিং থেকেই তাঁদের বন্ধুত্ব। পরে বন্ধুত্ব প্রেমে গড়ায়। এরপর বিয়ে করেন এই দম্পতি। ১৯৯৮ সালে বিয়ের পর ২০১৭ সালে তাঁরা পাকাপাকি বিবাহবিচ্ছেদ করেন। পরে আরবাজকে বিচ্ছেদের জন্য প্রায় ১৫ কোটি রুপি দিতে হয় মালাইকাকে।

বলিউড তারকা কারিশমা কাপুরের সঙ্গে ২০০৩ সালে বিয়ে হয় সঞ্জয় কাপুরের। পরে তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এরপর কারিশমা আলাদা থাকতে শুরু করেন। আনুষ্ঠানিকভাবে এই দম্পতির বিচ্ছেদ ঘটে ২০১৬ সালে। সঞ্জয়ের কাছ থেকে বিচ্ছেদের পর ভরণপোষণের জন্য সাত কোটি রুপি পেয়েছিলেন কারিশমা।

দক্ষিণ ভারতীয় চিত্রতারকা প্রভু দেবার বিবাহবিচ্ছেদ হয় ২০১১ সালে। সাবেক স্ত্রী রমলাথকে প্রায় ৩০ কোটি রুপির সম্পদ দিতে হয়। তবে নগদ টাকা কম দিলেও সেই সময় প্রভু দেবার কেনা নতুন দুটি গাড়ি ও এক বিশাল ভিলা বাড়ি টাকার হিসাবে স্ত্রীকে দিতে হয়। যার দাম সেই সময়েই ছিল ২৫ কোটি রুপির মতো। তবে প্রভু তালাকের পর ভরণপোষণের জন্য ১০ লাখ রুপি দেন।

সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের ১৩ বছরের সংসার করার বিচ্ছেদ হয়
সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের ১৩ বছরের সংসার করার বিচ্ছেদ হয়ছবি: ফেসবুক

সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের ১৩ বছরের সংসার করার বিচ্ছেদ হয়। তাঁদের বিবাহবিচ্ছেদকে এখন পর্যন্ত বলিউডের অন্যতম ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ হিসেবে বিবেচনা করা হয়। যদিও এর জন্য কত কোটি রুপি সাইফকে গুনতে হয়, সেটা জানা যায়নি। তবে পরবর্তী সময়ে জানা গিয়েছিল, তালাকের সময় সাইফের সঙ্গে অমৃতার চুক্তি হয়, সাইফের মোট সম্পদের অর্ধেকের মালিক হবেন অমৃতা। সেই পরিমাণ কখনোই প্রকাশ্যে আসেনি। তবে সেটা কয়েক শ কোটি টাকার হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category