• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদ ৩০০ আসনে এককভাবে লড়বে: নুর

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

আগামীর বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি, দুঃশাসন আর দখলদারিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, সমঝোতায় না এলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল সারা দেশে এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এ কথা বলেন। গণঅধিকার পরিষদ উপজেলা শাখার আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

সমাবেশে উপস্থিত জনতার সামনে নুরুল হক নুর ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জন্য স্থানীয় নেতা নজরুল ইসলামকে (নজু) ‘ট্রাক’ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পরিপূর্ণ ইমেজের নেতাদের খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে আমরা মনোনীত করছি। এর মধ্যে নজরুল ইসলাম একজন। আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদী।

নির্বাচনি প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার কারণে যদি তফশিল পেছানোর প্রেক্ষাপট তৈরি হয়, সেটা নির্বাচন কমিশন দেখবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তবে ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিলে হোক, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব।

গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের সভাপতিত্ব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category