• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ আমরা ক্ষমতায় যেতে চাই না ভারতের কনসার্ন নিয়ে: হাসনাত আবদুল্লাহ এক লাখ প্রতিষ্ঠানকে ডিসেম্বরেই নিবন্ধনের আওতায় আনবে এনবিআর নেপালেও ‘বালিশকাণ্ড’, সাবেক মন্ত্রীসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা আয় করা ৯০০ কোটি রুপি ছবির নায়িকা সম্পর্কে জানেন? এমবাপ্পের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল শীতে বিপর্যস্ত পঞ্চগড়, পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা আইন-বিচার :দ্বৈত শাসনের অবসান! জয়জয়কারেও বাস্তবের অপেক্ষা বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের, বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং

সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার এবং ভাইয়ের স্ত্রী শাহানারা বেগম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক আখতারুল ইসলাম।

পুলিশের সাবেক যুগ্ম কমিশনার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে দুদকের সহকারী পরিচালক রাসেল রনি বলেন, বিপ্লব কুমার সরকার ও অন্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার অভিযোগ রয়েছে। নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২১টি ব্যাংকের ৩২৫টি, দুটি আর্থিক প্রতিষ্ঠানের তিনটি, সাতটি ব্রোকারেজ হাউসের ১৩টিসহ মোট ৩৪১টি হিসাবের মাধ্যমে ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা ও ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলন করেন তারা।

এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিপ্লব কুমার সরকার ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। এ জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগ রহিত করা আবশ্যক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category