মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানায় পরিচালিত অবৈধ বিনোদনকেন্দ্রে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে। বাংলাদেশিদের কাছে মুজরা বলে পরিচিত এসব বিনোদনকেন্দ্রে বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে নারীদের পাচার করা হয়।
সোমবার এক সংবাদ সম্মেলনে সিআইডির উপ-পরিচালক দাতুক রুশদি মো. ইসা এসব তথ্য জানিয়েছেন।
রুশদি মো. ইসা বলেন, ১৫ অক্টোবর রাত ২টা ৩০ মিনিট থেকে এই অভিযান পরিচালনা করে এন্টি-হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশন, সিআইডি এবং বুকিত আমান পুলিশ।
তিনি বলেন, রাজধানী কুয়ালালামপুরে জালান দাং ওয়াঙ্গির উইলাইয়াহ কমপ্লেক্সে অভিযান চালানো চারটি মুজরা বা স্ট্রিপস ক্লাবের মালিকানা বাংলাদেশিদের। এসব ক্লাবে বিদেশি নারীরা অশ্লীল নৃত্য প্রদর্শন করত। এর মূল দর্শনার্থী ছিলেন বাংলাদেশি ও পাকিস্তানিরা।
প্রাথমিকভাবে মানবপাচার সংশ্লিষ্ট তদন্তের অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয় জানিয়ে রুশদি বলেন, দুটি মুজরার বাংলাদেশি ম্যানেজার এবং একজন কর্মচারীকে ইমিগ্রেশন অ্যাক্টে আটক করা হয়েছে। এছাড়াও এসব মুজরা থেকে ৩৩ জন বাংলাদেশি ও একজন পাকিস্তানিকে আটক করা হয়। এ সময় মুজরাগুলো থেকে ৩৪ নারীকেও উদ্ধার করা হয়।
এ ধরনের ব্যবসার বিদেশিদের সম্পৃক্ততা নিয়েও তদন্ত করা হবে বলে রুশদি জানান।