• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

দলবদলের নীতি ডিপজলের নতুন নয়!

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে বেশ পরিবর্তন এসেছে। ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেককেই ভোল পালটাতেও দেখা যাচ্ছে। যাদের মধ্যে রয়েছেন আওয়ামী সুবিধাভোগী শিল্পীরাও। তাদের একজন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

সিনেমার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও জড়িত। এক সময় বিএনপির রাজনীতি করতেন। গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তার। এমনকি দলটির হয়ে জাতীয় নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন।

তবে আওয়ামী লীগের পতনের পর ডিপজল ভোল পালটে আবারও আশ্রয় নিলেন বিএনপির ছায়াতলে। বিজয় দিবস উপলক্ষ্যে ফেসবুকে পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান তিনি। তাতে ব্যবহার করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।

আর এ পোস্টারে বিএনপির নেতাদের ছবি ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন ডিপজল। অনেকে বলছেন, ডিপজলের এই দল পালটানোর নীতি নতুন কিছু নয়। এর আগে ১৯৯৪ সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন তিনি। এরপর ২০০১ সালে ফের বিএনপির ছায়াতলে! আর গত ১৬ বছর ছিলেন আওয়ামী সুবিধাভোগী। এদিকে তিনি বর্তমানে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category