• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

‘উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করাই ছিল গণঅভ্যুত্থানের বড় ভুল’

অনলাইন ডেস্ক / ১১ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেক উপদেষ্টাই নিজের আখের গুছিয়েছেন। অনেক উপদেষ্টা ভেবে রেখেছেন সেফ এক্সিটের বিষয়েও। অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করাই ছিল গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিঁয়াজো করে ফেলেছে। তারা সেফ এক্সিটের কথা ভাবছে। উপদেষ্টাদের নিয়োগের নেপথ্যে ছাত্র-জনতার অবদানই মুখ্য। এসব ভুলে কয়েকজন উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে লিঁয়াজো করেছেন।

নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করাটা আমাদের ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা। নাগরিক সমাজ বা রাজনৈতিক দলগুলোর ওপর যে আস্থা আমরা রাখছিলাম সে জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি৷ গণঅভ্যুত্থানের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে সময় এলে তাদের নাম আমরা উন্মুক্ত করব।

নাহিদ আরও বলেন, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার ৩ মাসও টিকতে পারত না। প্রথম ছয় মাস এ সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার চেষ্টা চলমান ছিল। যদি রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সরকার করত, তাহলে কিন্তু ছাত্রদের কাঁধে এ দায়িত্ব আসত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category