বিশ্বব্যাপী রাজনৈতিক উত্তেজনার ছায়ায় সাইবার মহাযুদ্ধ! একে অন্যের সামরিক, শিক্ষা ও প্রশাসনিক ওয়েবসাইটে হামলা দুই দেশের হ্যাকারদের। “অপারেশন সালার” বনাম “ইন্ডিয়া সাইবার ফোর্স” ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার জেরে এখন ডিজিটাল ফ্রন্টলাইনেও চলছে ঠান্ডা যুদ্ধ। দুই দেশের হ্যাকাররা পাল্টাপাল্টি সাইবার হামলা চালাচ্ছে, যার মধ্যে রয়েছে সরকারি ওয়েবসাইট হ্যাকিং, ডেটা চুরি, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস (DDoS) ও ফিশিং আক্রমণ। পাকিস্তানের তরফে অপারেশন সালার পাকিস্তানি হ্যাকার গোষ্ঠী ‘অপারেশন সালার’ শুরু করেছে ভারতীয় ওয়েবসাইট লক্ষ্য করে। এদের দাবি: ৪টি বড় ভারতীয় ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। সাইটে পাকিস্তানের পতাকা প্রদর্শন করা হয়েছে। ফেসবুক, টেলিগ্রামে ছড়ানো হয়েছে #OperationSalar হ্যাশট্যাগ। পাকিস্তানের HOAX1337 ও National Cyber Crew নামের গ্রুপগুলো ভারতীয় প্রতিরক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাইটে আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে। ‘Transparent Tribe’ নামে একটি চিহ্নিত সাইবার গুপ্তচর গ্রুপ CrimsonRAT ও MeshAgent ম্যালওয়্যার ব্যবহার করে ফিশিং হামলা চালাচ্ছে। ভারতের পাল্টা হামলা: ১৫০ জিবি ডেটা চুরির দাবি ভারতের হ্যাকাররা পাল্টা আক্রমণে নেমেছে ‘India Cyber Force’ ব্যানারে। গণমাধ্যম বলছে, তারা: পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের (FBR) আইরিশ পোর্টাল হ্যাক করেছে। প্রায় ১৫০ গিগাবাইট ডেটা সরিয়ে নিয়েছে। এই ডেটাতে ছিল কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি। তাদের লক্ষ্য হয়েছে: এজেকে সুপ্রিম কোর্ট ইউরো ওয়েল বেলুচিস্তান বিশ্ববিদ্যালয় সিন্ধ পুলিশ কীভাবে হামলা হচ্ছে? DDoS (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস): টার্গেট সার্ভারে ভুয়া ট্রাফিক পাঠিয়ে তা অকেজো করা। ফিশিং: ভুয়া লিংক পাঠিয়ে ইউজারদের থেকে পাসওয়ার্ড চুরি করা। ম্যালওয়্যার: দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য ভাইরাস ইনস্টল করে তথ্য নেওয়া। গুজব ও সরকারি প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ছড়ানো হয় যে, পাকিস্তানি হ্যাকারদের কারণে ভারতের ৭০% বৈদ্যুতিক গ্রিড অকেজো হয়ে গেছে। তবে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) বিষয়টিকে গুজব বলে প্রত্যাখ্যান করেছে।
বিস্তারিত...