• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন

অর্ধশতাধিক মুদ্রণ প্রতিষ্ঠান দুদকের জালে

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নিম্নমানের বই ছাপানোর দায়ে ৫০টির মতো মুদ্রণ প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানগুলো গত ১০ বছরে এনসিটিবি থেকে বই সরবরাহসংক্রান্ত কতটি কার্যাদেশ পেয়েছে, কার্যাদেশগুলোর বছরভিত্তিক মূল্য, নিম্নমানের বই সরবরাহ করা বা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অন্য কোনো অনিয়ম ছিল কিনা, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত পরিচালনা করা হয়েছিল কিনা; এ সংক্রান্ত তথ্য বা প্রমাণ চাওয়া হয়েছে। মঙ্গলবার এনসিটিবির চেয়ারম্যানের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

যেসব মুদ্রণ প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে সেগুলো হলো– অগ্রণী প্রিন্টিং প্রেস, আমিন আর্ট প্রেস, আনন্দ প্রিন্টার্স, অনন্যা, সরকার ও বলাকা প্রিন্টার্স, আনোয়ারা, কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, অনুপম প্রিন্টার্স লি., অটো ও মোল্লা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, বাংলাদেশ ডিজিটাল প্রিন্টিং প্যাকেজিং, ভাই ভাই প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, ব্রাইট, প্রোমা প্রিন্টিং প্রেস, বৃষ্টি প্রিন্টিং প্রেস, দিগন্ত অফসেট প্রিন্টার্স, ফাহিম প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স, ন্যাশনাল প্রিন্টার্স, ফায়িজা প্রিন্টিং প্রেস, ফাথিন প্রিন্টিং, ফাইভ স্টার প্রিন্টিং, ফরাজী প্রেস পাবলিকেশন, হাওলাদার অফসেট প্রেস, কাশেম অ্যান্ড রহমান প্রিন্টিং প্রেস, দ্য গুডলাক প্রিন্টার্স, আলিফ প্রিন্টিং প্রেস, মেরাজ প্রিন্টিং প্রেস, পানামা প্রিন্টার্স, মৌসুমী অফসেট, জনতা প্রেস, নুরুল ইসলাম প্রিন্টিং প্রেস, পাঞ্জেরী প্রিন্টার্স, খন্দকার এন্টারপ্রাইজ, প্রিয়াংকা প্রিন্টিং, রেদওয়ানিয়া প্রেস, এসআর প্রিন্টিং, এসএস প্রিন্টার্স, শৈলী প্রিন্টার্স, টাঙ্গাইল অফসেট, সোমা প্রিন্টিং, ভয়েজার পাবলিকেশন্স, রূপালী প্রিন্টিং ও ঢাকা প্রিন্টার্স।

চিঠিতে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের সব স্তরের নতুন বই ছাপাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়া কার্যাদেশ, চুক্তিপত্র এবং কার্যাদেশ/চুক্তি অনুযায়ী গৃহীত বইয়ের রিসিভিং কমিটির প্রতিবেদন এবং ছাপানো বইগুলোর গুণগত মান ও স্পেসিফিকেশন পরীক্ষা করা হয়েছে কিনা, সে সংক্রান্ত তথ্য/রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি; কার্যাদেশ/চুক্তির পর কোনো প্রতিষ্ঠানে পরে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে কিনা এবং অন্য কোনো চুক্তিপত্র হয়ে থাকলে সে সংক্রান্ত তথ্য/রেকর্ডপত্র এবং এ ধরনের চুক্তিপত্র হওয়ার আইনগত সুযোগ আছে কিনা, সে সংক্রান্ত কারণ ও ব্যাখ্যা উল্লেখসহ তথ্য/রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি; মুদ্রণকারীদের কার্যাদেশ/চুক্তির শর্ত মোতাবেক যথাসময়ে বিল পরিশোধ করা হয়েছে কিনা, বিল পরিশোধে বিলম্ব হলে সে সংক্রান্ত কারণসহ ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট তথ্য/রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে।

চিঠিতে আরও বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের সব স্তরের নতুন বই ছাপাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মনোনীত প্রতিষ্ঠান কর্তৃক আমদানি করা মুদ্রণ কাগজের পোর্ট ডেমারেজ রহিতকরণের কোনো সুযোগ আছে কিনা, থাকলে সে সংক্রান্ত তথ্য/সব রেকর্ডপত্র এবং কোন কোন প্রতিষ্ঠানকে এ ধরনের পোর্ট ডেমারেজের সুযোগ প্রদান করা হয়েছে তার তালিকাসহ (প্রতিষ্ঠানের নাম, ইনভয়েস নম্বর, পরিমাণ, এলসি নম্বর, বিএল নম্বর এবং টাকার পরিমাণ) বিস্তারিত তথ্য/রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুকূলে ২০২৫ শিক্ষাবর্ষে নিম্নমানের পাঠ্যপুস্তক সরবরাহকৃত প্রতিষ্ঠানের তালিকা, ঠিকানাসহ এবং নিম্নমানের পাঠ্যপুস্তক সরবরাহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক অভ্যন্তরীণ বা অন্য কোনো তদন্ত পরিচালনা হয়েছে কিনা, হয়ে থাকলে তদন্ত প্রতিবেদন দিতে হবে। নিম্নমানের পাঠ্যপুস্তক সরবরাহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, সে সংক্রান্ত তথ্য/রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে।

দুদকের চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category