• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

এআই খাতে ১০০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করল আবুধাবি

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহারকে ত্বরান্বিত করতে আবুধাবিভিত্তিক Presight এবং বিনিয়োগ প্রতিষ্ঠান Shorooq Partners যৌথভাবে চালু করেছে একটি গ্লোবাল উদ্ভাবনী তহবিল—Presight–Shorooq Fund I। এর পরিমাণ ১০০ মিলিয়ন ডলার।

এই ফান্ডের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী early-stage ও growth-stage পর্যায়ের স্টার্টআপগুলোকে সহায়তা করা, যারা AI ও মেশিন লার্নিং (ML) প্রযুক্তি নিয়ে কাজ করছে। বিশেষত যেসব ক্ষেত্রে উদ্ভাবনের সম্ভাবনা বেশি—স্মার্ট সিটি, জ্বালানি খাত, ফিনটেক, অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটি (AR/VR), এবং ডিপ টেক—সেসব খাতে ফান্ড বিনিয়োগ করা হবে।

Presight এবং Shorooq জানিয়েছে, শুধু অর্থ সহায়তাই নয়—এই ফান্ডের আওতায় নির্বাচিত স্টার্টআপগুলোকে দেওয়া হবে GPU-নির্ভর কম্পিউটিং রিসোর্স, নিরাপদ ডেটা হোস্টিং পরিবেশ এবং বৈশ্বিক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে প্রবেশের সুযোগ। এর ফলে উদ্ভাবনী উদ্যোগগুলো সহজে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে এ ধরনের উদ্যোগ গ্লোবাল AI ইকোসিস্টেমে বড় প্রভাব ফেলতে পারে। Presight বলছে, তারা AI-এর সাহায্যে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে চায়। Shorooq Partners-এর দৃষ্টিতে, এই ফান্ড নতুন প্রজন্মের স্টার্টআপদের জন্য একটি বড় সুযোগ হয়ে উঠবে।

আন্তর্জাতিকভাবে যখন AI নিয়ে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে, তখন Presight–Shorooq Fund I উদ্ভাবনী প্রযুক্তি এবং উদ্যোক্তাদের হাতে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category