• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

এস আলম গ্রুপ ও সহযোগীরা ৬ ব্যাংক থেকে ৯৫ হাজার কোটি সরিয়ে নিয়েছে

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সরকার পতনের পর আর্থিক খাতে ঋণ কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে অন্তবর্তীকালীন সরকার। নির্দেশ পেয়ে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরইমধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিগত আওয়ামী লীগ সরকার আমলে একচেটিয়াভাবে ব্যাংক ঋণ সুবিধা পেয়েছে এস আলম গ্রুপ। বিভিন্ন সময় এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপটি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নিয়ন্ত্রনাধীন ছয় ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠানগুলো ঋণের নামে সরিয়ে নিয়েছে ৯৫ হাজার কোটি টাকা। এর বেশিরভাগই নেওয়া হয়েছে ব্যাংকিং নিয়ম এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে।

২০১৭ সাল থেকে গত জুন পর্যন্ত ৬টি ব্যাংক থেকে এসব ঋণ নিয়েছে এস আলম গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো। এই ঋণের ৭৯ শতাংশই নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক থেকে।  বলা হচ্ছে, এই ঋণের পরিমাণ ব্যাংকিং খাতের মোট বকেয়া ঋণের ৫ দশমিক ৭৮ শতাংশ।

শুধু নিজেদের নিয়ন্ত্রিত ব্যাংক নয়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। এই ৬ ব্যাংক ছাড়া আর কোন কোন প্রতিষ্ঠানে এস আলম গ্রুপের ঋণ রয়েছে, তার পূর্ণ তদন্ত করতে সময় লাগবে বলছে কেন্দ্রীয় ব্যাংক।

এস আলম গ্রুপ এবং সহযোগীদের কোন ব্যাংক থেকে কত ঋণ:

১. ইসলামী ব্যাংক – ৭৪ হাজার ৯০০ কোটি টাকা

২. জনতা ব্যাংক – ১৩ হাজার ৪০০ কোটি টাকা

৩. সোশ্যাল ইসলামী ব্যাংক- ৪ হাজার ২০০ কোটি

৪. ইউনিয়ন ব্যাংক- ২ হাজার কোটি টাকা

৫. গ্লোবাল ইসলামী ব্যাংক- ৫৭৪ কোটি টাকা

৬. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক – ২৫৭ কোটি টাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category