• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

গাপটিলের অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে

Reporter Name / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল। ব্ল্যাক ক্যাপসদের হয়ে তিন ফরম্যাটে ৩৬৭টি ম্যাচ খেলেছেন গাপটিল।করেছেন ২৩টি সেঞ্চুরি।

টি-টোয়েন্টি ফরম্যাটে গাপটিল কিউইদের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১২২টি ম্যাচে ৩৫৩১ রান করেন গাপটিল। ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান করা ব্যাটার। তার আগে রয়েছেন শুধু রস টেলর ও স্টিফেন ফ্লেমিং। ২০০৯ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয় গাপটিলের।

প্রথম কিউই ক্রিকেটার হিসাবে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি। ইডেন পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছিলেন। পরের বছর আইসিসির বিশ্বসেরা ওয়ানডে একাদশে জায়গা পান গাপটিল।

২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৩৭ রান। বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান। নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার হিসাবে এটাই প্রথম দ্বিশতরান বিশ্বকাপে।

এছাড়াও ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৮৯, ২০১৭ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে অপরাজিত ১৮০ রান কে ভুলতে পারেন? টি-টোয়েন্টি ফরম্যাটে গাপটিল দুটি স্মরণীয় সেঞ্চুরি করেন। ২০১২ সালে ইস্ট লন্ডনে ৬৯ বলে অপরাজিত ১০১ এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫৪ বলে ১০৫। ২০২২ সালে নিউজিল্যান্ডের হয়ে শেষবার খেলেন তিনি।

বিদায়বেলায় গাপটিল বলেছেন, ‘আমার সতীর্থদের ধন্যবাদ জানাই। বিশেষ করে মার্ক ও’ডোনেলকে। অনূর্ধ্ব ১৯ থেকে আমাকে কোচিং করাচ্ছেন উনি। সব সময়ই আমার পাশে ছিলেন। আমাকে পরামর্শ দিয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category