• মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

ফেনীতে নিজাম হাজারীসহ গ্রেপ্তারি পরোয়ানা ৭১ জনের বিরুদ্ধে

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক মো. সবুজ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) ফেনী সদর আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ হাসান এই আদেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গুলিতে নিহত হন মো. সবুজ। এ ঘটনায় ১৩ আগস্ট নিহতের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও ফেনী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়া জানান, গত ৯ ডিসেম্বর মামলায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্তসহ মোট ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই মামলায় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে ৫৩ জনের নাম অভিযোগপত্রে রয়েছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে সাতজনকে রিমান্ডে নেওয়া হলেও কেউ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগপত্রের ১২৪ জন আসামির মধ্যে গ্রেপ্তার হওয়া ৫৩ জন বাদে বাকি ৭১ জন পলাতক রয়েছেন। আদালত ওই ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। আগামী দু-এক দিনের মধ্যে আদেশের কপি সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মহিপালে সংঘটিত সহিংসতার ঘটনায় ফেনী মডেল থানায় এখন পর্যন্ত ২৪টি মামলা হয়েছে। এর মধ্যে ৭টি হত্যা এবং ১৭টি হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category