• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

মামদানির নিউইয়র্ক, আমাদের আগামীর বাংলাদেশ

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

এক.

জোহরান মামদানির বিজয় অনেক ক্ষেত্রেই সিগনিফিকেন্ট (গুরুত্বপূর্ণ)। জুইশদেরকে (ইহুদি) নিউইয়র্ক ছেড়ে ইসরাইল তাদের দেশে চলে যেতে ডাকছে। ভাবা যায়? ৩ মাস আগেও যাকে কেউ চিনতেন না, তিনি আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সবচেয়ে প্রভাবশালী শহরের মেয়র! প্রায় ৬০ জন বিলিওনিয়ার মামদানির বিরুদ্ধে মিলিয়ন্স অব ডলার ঢেলেছে। এরা টাকার গরমে সারা বিশ্বকে থোড়াই কেয়ার করতো। মানবতা এদের ডেফিনেশনেই (সংজ্ঞা) উঠানামা করে। টাকার কুমীর মাইকেল ব্লুমবার্গ, জো গেবিয়া, বিল অকম্যান, রোনাল্ড লডারসহ সব ওপেন জায়োনিস্টরা জোট বেঁধে স্মিয়ার ক্যাম্পেইন করেছে। মূলধারার সব মিডিয়াকে এরা কাজে লাগিয়েছে। কী বলে নি, আর কোন নোংরামিটাই এরা করে নি? কাজ হয়নি। হেরেছে।

নিউ জেনারেশন, ওল্ড জেনারেশন মিলে এদের সব হিসাবনিকাশ পালটে দিয়েছে। মামদানির এক লাখ ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) অন্তত ১৬ লাখ বাড়িতে নক করেছে। প্রায় আড়াই লাখ মানুষের সঙ্গে কথা বলেছেন। তার এক লাখ ভলান্টিয়ার মানেই যেন ছিল এক লাখ ২৪/৭ মিডিয়া সেল! তাদের সবার হাতের সেল ফোনই ছিল এক একটি অব্যর্থ ড্রোন! সুপার কমিউনিকেশন টীম লেড বাই নিউ জেনারেশন। গুড জম মামদানি!

দুই.

এরকম চমক দুনিয়াতে চলতেই থাকবে। নিকট ভবিষ্যতে বিশ্ব হয়তো অনেক কিছুই দেখবে। অবাক করা গল্পের সূচনা করবে এই প্রজন্ম। এরা এক অর্থে এখন ফ্রি, কারো দ্বারাই কন্ট্রোল্ড (নিয়ন্ত্রিত) না। ট্র্যাডিশনাল থিংকিং (প্রথাগত চিন্তা) এর দিন শেষ। বৃত্তের ভিতর থেকে যারা বেরুতে পারবে না, তারা বুঝতেও পারবে না কী দিয়ে কী হয়ে যাচ্ছে। এমনকি তাদের ঘরের ভিতরেও যে পরিবর্তন হয়ে গেছে, তাও তারা টের পাবেন না।

তিন.

বাংলাদেশ এর ব্যতিক্রম না। যারা এর বিপরীত ভাবছেন তারা হয়তো ভুল করছেন। ওয়েলফেয়ার বেজড (কল্যাণমূলক) রাজনীতি না করলে, লাভ হবে না। ছাত্ররা তা হাতেনাতে দেখিয়ে দিয়েছে। ৩০-৪০ বছর ধরে আপনি পলিটিক্স করে বেড়াচ্ছেন, আবারও ইলেকশন করছেন, আর ভাবছেন আপনার দুর্নীতি আর মাস্তানি মানুষ জানে না- কারণ আপনার মিডিয়া আছে, মাসলম্যান আছে সেইটা মনে হয় এবার হবে না।

এবার যারা নির্বাচন করছে, দেখছি তাদের অনেকেই নতুন। তাকিয়ে আছি তাদের স্ট্র্যাটেজির দিকে, মামদানিকে খুঁজছি, মামদানির কমিউনিকেশন টিমকে খুঁজছি। নতুন নিউইয়র্কের মতো নতুন বাংলাদেশকেই খুঁজে ফিরছি! হয়তো পেয়েও যাবো ইনশাআল্লাহ্।

লেখক: উদ্যোাক্তা, প্রকৌশলী ও গ্রন্থকার

shahin72@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category