• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

যে ২ তথ্য ব্রাজিলকে ‘হেক্সা’র আশা দেখাচ্ছে

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত অফিসিয়াল ড্র অনুযায়ী গ্রুপ সি-তে পড়েছে। তাদের সঙ্গে আছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। তবে এই গ্রুপিং ২ কারণে ব্রাজিলকে দেখাচ্ছে পরম আরাধ্য ষষ্ঠ বিশ্বকাপ বা হেক্সার আশা।

ব্রাজিল একমাত্র দল যারা ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলছে। তবে দলটা কনমেবল বাছাইয়ে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে পঞ্চম স্থানে ছিল। তাদের গ্রুপে মরক্কোকে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো বিশ্বকাপে এসেছে দারুণ ছন্দে। তারা বাছাইয়ে শীর্ষে থেকে সব ম্যাচ জিতেছে। শারীরিক শক্তিনির্ভর ফুটবল ও সংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের আক্রমণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

২৮ বছর পর স্কটল্যান্ড ফিরেছে বিশ্বকাপে। প্লে-অফ জিতে তারা জায়গা করে নেয়। তাদের রক্ষণাত্মক সাজানো দল এখন আরও অভিজ্ঞ। তাই তারা যে কোনো ম্যাচে চমক দিতে পারে।

হাইতি গ্রুপটি সম্পূর্ণ করেছে। কোস্টারিকা ও হন্ডুরাসকে পেছনে ফেলে তারা বাছাইয়ে শীর্ষে ছিল। দ্রুত প্রতি আক্রমণ ও দৌড়ের গতি তাদের শক্তি। মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপে উঠলেও তারা প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা রাখে।

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন স্থিতিশীলতার পথে আছে। তিনি মে ২০২৫-এ দায়িত্ব নেন। আট ম্যাচে চার জয়, দুই ড্র ও দুই হার আছে তার খাতায়।

তবে ব্রাজিলকে আশা দেখাচ্ছে যে ২ তথ্য, তা হলো গ্রুপ নিয়েই। শেষ দুই বিশ্বকাপ জিতেছে ফ্রান্স আর আর্জেন্টিনা। ২০১৮ আর ২০২২ সালে দুই দলই ছিল প্রতিযোগিতার সি গ্রুপে। ব্রাজিলকে তাদের নিজেদের ইতিহাসও আশা দেখাচ্ছে। ২০০২ সালে সবশেষ বিশ্বজয়ের আসরেও ব্রাজিল ছিল প্রতিযোগিতার সি গ্রুপেই।

বিশ্বকাপ জিততে মাঠের পারফর্ম্যান্স তো চাই-ই, প্রয়োজন ভাগ্যের ছোঁয়াও। কাকতালীয় বিষয়টা তাই আশা দেখাতেই পারে ব্রাজিলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category