• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

শাপলা গণহত্যার বিচার দাবি নির্বাচনের আগেই

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই গণহত্যাকাণ্ডসহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম। শাপলা চত্বরের রক্তাক্ত ইতিহাসের পথ বেয়ে জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনে হাজির হয়েছে।

জুলাই বিপ্লব চলমান প্রক্রিয়া। জুলাইকে বিস্মৃত হতে দেওয়া যাবে না।

বুধবার বিকালে সংগঠনের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ইসলামবিদ্বেষী, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী চেতনা সংরক্ষণ, রাষ্ট্র-সংস্কারের গণ-আকাঙ্খা সুসংহতকরণ এবং জাতীয় ঐকমত্য গঠনকল্পে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। সে সঙ্গে নির্বাচনের আগেই শাপলা চত্বরে আলেম ওলামা হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি হত্যাযজ্ঞের বিচার সম্পন্ন করতে হবে। এর অন্যথা হলে ড. ইউনূস সরকারকে ছাত্র-জনতা ক্ষমা করবে না।

অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে, এখনো বিছানায় কাঁতরাচ্ছে পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করা হাজার হাজার আহত শাপলা ও জুলাই-যোদ্ধা। অগণিত শহীদের রক্তের ফসল জুলাই বিপ্লব ব্যর্থ হলে গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতার কাছে ড. মুহাম্মদ ইউনূস সরকারকে জবাব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category