• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

সমাজতান্ত্রিক শ্রমিক জোট এর ঐতিহাসিক মহান মে দিবস পালিতঃ

Reporter Name / ৮৭ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

‘ক্ষমতা’ এবং ‘রাষ্ট্র’ নিজস্ব সম্পত্তি নয়।

—-শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

প্রেস-বিজ্ঞপ্তি:(পহেলা মে ২০২৪)

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্দোগে ঐতিহাসিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘ক্ষমতা’ এবং ‘রাষ্ট্র’ কারো ব্যক্তিগত বা নিজস্ব সম্পত্তি হতে পারে না। জালিয়াতিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের উপর জনগণের মালিকানা কেড়ে নিয়ে রাষ্ট্রকে এখন
দল বা ব্যক্তির সম্পত্তিতে পরিণত করা হয়েছে। এই আত্মঘাতী রাজনীতির মূল উৎস হচ্ছে আমাদের সংবিধান। সমাজের সকল অংশের বিশেষ করে উৎপাদন উন্নয়ন ও জ্ঞান বিজ্ঞানে জড়িত মানুষদের
রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়নি। ফলে স্বাধীনতা সংগ্রামের পর
আজও শ্রমজীবী সহ বৃহত্তর জনগোষ্ঠীর জীবনধারার কোন পরিবর্তন হয়নি। ইতিহাসের মূল চালিকা শক্তি বা মানব ইতিহাসের প্রকৃত রূপকারকে উপেক্ষা করে কোন রাষ্ট্র বা সমাজ বিকশিত হতে পারে না। সমাজ বিকাশের ইতিহাস সৃষ্টি হয়েছে কোন একক ব্যক্তির ইচ্ছায় নয়, ইতিহাস হল উৎপাদন ব্যবস্থায় দ্বান্দ্বিক সম্পর্কের বিকাশের ফলশ্রুতি। শ্রমশক্তি ও মেধা প্রয়োগের মাধ্যমেই জন্ম নেয় সমাজ বিকাশের ধারা।
বিদ্যমান অসাম্য,বর্বরতা ও দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে এবং সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনে দ্বিতীয় মুক্তিযুদ্ধে শ্রমিক সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে। এর মাধ্যমেই মে দিবসের তাৎপর্যকে ধারণ করা সম্ভব হবে।
উক্ত সমাবেশে বিশেষ অতিথির হিসাবে জেএসডি কেন্দ্রীয় সহ-সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক জোট এর সাবেক সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, যে মুক্তির লক্ষ্য উদ্দ্যেশ নিয়ে শ্রমিক কৃষক স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে ছিলো সেই লক্ষ্য আজোও বাস্তবায়ন হয়নি। জেএসডি শ্রমজীবী কর্মজীবী মানুষের রাষ্ট্রীয় নীতিনির্ধারণে প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার দাবী করছে।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন সভাপতির বক্তব্য দানকালে বলেন, শ্রমআইন শ্রমিকদের স্বার্থে করতে হবে, কলকারখানায় শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে, শ্রমিক হত্যার বিচার করতে হবে।
সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সংসদে শিল্পপ্রতিষ্ঠানের মালিক পূ্ঁজি অর্থবিত্তেরমালিক শ্রমিকশ্রেনীর প্রতিনিধি হতে পারে না, তিনি বলেন শ্রমআইন যথাযথ সংশোধন করে কর্মপরিবেশ নিরাপদ করতে হবে।
সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু-র পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেএসডি দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু,শ্রমিক জোট কেন্দ্রীয় সহ-সভাপতি এম এ আউয়াল, আবুল হোসেন মিয়া, প্রবাসী শ্রমিক কল্যান পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুউদ্দিন, শ্রমিক জোট কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক এস এম ওমর ফারুক সেলিম, মহানগর নেতা এস এম মনিরুজ্জামান মনির, মাইনুল আলম রাজু, মোতাহার হোসেন মোল্লা, সাহাবুদ্দিন মল্লিক, সেলিম চৌধুরী, মো: বিল্লাল হোসেন, ছাত্র নেতা মো: রুবেল।
সভাশেষে শ্রমিক জোট এর পক্ষ থেকে একটি লাল পতাকা শ্রমিক মিছিল প্রেসক্লাব থেকে গুলিস্তান জেএসডি চত্বর এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category