• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

সাকিবের রেকর্ড এখন মোস্তাফিজের

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সাকিব আল হাসানকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন মোস্তাফিজুর রহমানের। এখন পর্যন্ত ১১৮ টি-টোয়েন্টিতে তার শিকার ১৫০ উইকেট।

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন ‘দ্য ফিজ’। আর তাতেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পাওয়া সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছিলেন বাঁহাতি এই পেসার।

গতকাল ভারতের সঙ্গে ম্যাচ খেলতে নামার আগে ফরম্যাটটিতে দুজনের উইকেটসংখ্যা ছিল সমান ১৪৯। ‘মেন ইন ব্লু’দের বিপক্ষে ১ উইকেট নিয়েই টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১৫০তম উইকেটের দেখা পেলেন মোস্তাফিজ। যা ফরম্যাটটিতে টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চও।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের সেরা দশে ফেরেন মোস্তাফিজুর রহমান। ৬ ধাপ উন্নতি করে তিনি এখন নবম স্থানে। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category