• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

সাকিবের রেকর্ড ভাঙার অপেক্ষায় তাইজুল

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ক্রিকেট বিশ্বের এক সময়ের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে বিতর্কে জড়িয়ে এক বছর হলো জাতীয় দলের বাইরে আছেন সাকিব।

আগামীকাল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক কিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই টেস্টে রেকর্ডের হাতছানি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সামনে।

আইরিশদের বিপক্ষে ৯ উইকেট পেলেই কিংবদন্তি সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলবেন তাইজুল। এখন পর্যন্ত দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। ২৪৬ উইকেট নিয়ে তিনি আছেন শীর্ষে। তাইজুল ইসলামের উইকেটসংখ্যা ২৩৭টি।

সাকিব ২৪৬ উইকেট পেয়েছেন ৭১ টেস্টে। তাইজুলের সুযোগ আছে আরও কম টেস্টেই তাকে ছাড়িয়ে যাওয়ার। ২৩৭ উইকেট নিয়েছেন তিনি ৫৫ টেস্টে, আগামীকাল নামবেন ৫৬তম টেস্ট খেলতে।

৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category