• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

সেই ড্রয়ের পর এবার ভারতকে হারাতে চায় বাংলাদেশ

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা শেষ। শেষ দুই ম্যাচ জিততে চায় বাংলাদেশ। আর সেটা শুরু করতে চায় তারা ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় দিয়ে।

শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথমদিনের অনুশীলন শুরুর আগে এমনটাই জানালেন রহমত মিয়া, শেখ মোরসালিনরা। ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। কোচ হাভিয়ের কাবরেরা স্পেনে রয়েছেন। তার অনুপস্থিতিতে ১৫ জন ফুটবলারকে নিয়ে সহকারী কোচ হাসান আল মামুন অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পারলেও দেশের জন্য লড়াই থেমে থাকবে না। সমর্থকদের মুখে হাসি ফেরানোই এখন আমাদের লক্ষ্য।’

আফগানিস্তানের বিপক্ষে বাতিল হওয়া প্রীতি ম্যাচ নিয়েও আফসোসের সুর তার কণ্ঠে, ‘ওই ম্যাচটা হলে আমাদের প্রস্তুতি ভালো হতো। যা হয়েছে, সেটা নিয়ে পড়ে থাকার সময় নেই। সামনের দিকে তাকাতে হবে।’

মার্চে ভারতের মাটিতে তাদের হারানোর সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে হামজা চৌধুরীর অভিষেক সে ম্যাচে দারুণ খেলেও ভারতকে হারাতে পারেনি কাবরেরার দল।

তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন জানালেন নিজেদের সেরাটা দিয়ে ভারতকে হারাতে চায় দল। বললেন, ‘এখন আমাদের মাথায় শুধুই জয়ের ভাবনা। ভারতের বিপক্ষে আমরা নিজেদের সেরাটা দিতে চাই।’

মোরসালিন আরও বলেন, ‘ফুটবলে প্রতি সেকেন্ডে মনোযোগ ধরে রাখা জরুরি। কখনো কখনো আমরা ফোকাস হারাই, তখনই গোল হজম করে বসি। এবার ভুল শুধরে নিতে চাই।’

সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, কাবরেরা স্পেন থেকে ক্যাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ‘সব পরিকল্পনা আগেই সাজানো ছিল। আমরা তার নির্দেশনা মতো প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। হংকংয়ে ভুল করেছি; কিন্তু ঘরের মাঠে সব সময় ভিন্ন বাংলাদেশ। দর্শকদের আনন্দ দিতে পারাটাই এখন মূল লক্ষ্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category