• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

৬০তম জন্মদিনে মুক্তি পেল শাহরুখের ‘কিং’ সিনেমার টিজার

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বলিউডের বাদশাহ শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিয়েছেন। এই বিশেষ দিনে বিশ্বজুড়ে ভক্তরা উদযাপন করছেন তার জন্মদিন। তবে শুধু শুভেচ্ছাই নয়, সবাই অপেক্ষায় ছিলেন তার নতুন সিনেমা ‘কিং’-এর আপডেটের জন্য। সেই প্রতীক্ষার অবসান ঘটালেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এক্সে একটি ঘোষণামূলক ভিডিও প্রকাশ করে সিদ্ধার্থ আনন্দ আনুষ্ঠানিকভাবে ‘কিং’-এর প্রথম ঝলক সামনে আনলেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

এর আগেই শাহরুখ খান নিজের ভক্তদের সঙ্গে #AskSRK সেশনে অংশ নিয়েছিলেন। সেখানে এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, ‘‘আপনার পরের ছবি ‘কিং’ নিয়ে কী গোপন রহস্য লুকিয়ে রেখেছেন?’’ উত্তরে শাহরুখ মজার ছলে লেখেন, ‘‘সিদ্ধার্থ আনন্দ কিছু দেখাও না অবশেষে! ফ্যানদের সঙ্গে আমিও ক্লান্ত হয়ে গেছি গেসিং গেম খেলতে খেলতে… আপনি ‘রিমেম্বার’… ‘দেয়ার ইজ…’ বলে কীসের টিজ দিচ্ছেন?’’

গত কয়েক সপ্তাহ ধরে সিদ্ধার্থ আনন্দ একের পর এক রহস্যময় টুইট করে ভক্তদের আগ্রহ বাড়িয়ে তুলেছিলেন। ৯ অক্টোবর তিনি লেখেন, ‘টিক টক টিক টক।’ এরপর ২৯ অক্টোবর লেখেন, ‘রিমেম্বার।’ ৩০ অক্টোবর পোস্ট করেন, ‘দেয়ার ইজ।’ তারপর ৩১ অক্টোবর ‘অনলি’ এবং ১ নভেম্বর ‘ওয়ান’। এই ধারাবাহিক পোস্টগুলো দেখে ভক্তরা অনুমান করেন, পরিচালক শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর ইঙ্গিত দিচ্ছেন।

সবকিছু মিলিয়ে শাহরুখ খানের জন্মদিন, ২ নভেম্বর, ছিল বড় ঘোষণা আসার সম্ভাব্য দিন। ঠিক তাই হয়েছে—সেই দিনেই প্রকাশিত হয় ‘কিং’-এর ফার্স্ট লুক ভিডিও।

‘কিং’ একটি স্টাইলিশ অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ ঘাতকের চরিত্রে। ছবিটিতে আরও অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াতদের মতো তারকারা।

এছাড়া রানি মুখার্জিকেও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটি আগামী বছর থিয়েটারে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category