নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে, নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই হবে। যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি, ফলে বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই ও চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াইয়ে আমরা যাব। আমরা মনে করি, আমরা অবশ্যই জয়ী হব।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-তে আয়োজিত ‘জুলাই ও তারপর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি গতকাল স্পষ্ট বলেছি, আমি যদি এক দিনও থাকি সরকারে, আমি চেষ্টাটাই করব যে আমি নতুন মিডিয়া (গণমাধ্যম) দিয়ে দেব। আমরা যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, আমরা নতুন মিডিয়া দেব। যেখানে নতুন ন্যারেটিভ তৈরি হবে।’
‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামের দুটি টেলিভিশনের লাইসেন্স পাওয়ার খবর মঙ্গলবার প্রকাশ করে দেশের গণমাধ্যমগুলো। এসব খবরে বলা হয়েছে, দুটি চ্যানেলের লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও জাতীয় নাগরিক কমিটির এক নেতা। বিষয়টি নিয়ে বেশ তর্ক-বিতর্ক হয়।
জুলাই অভ্যুথানে টেলিভিশনের ভূমিকা গবেষণার মাধ্যমে তুলে ধরতে পিআইবিকে আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ।
এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, ধীরে ধীরে জুলাইকে অপসারণের চেষ্টা চলছে। আর তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। শেখ হাসিনা যে ন্যারেটিভের ওপর ভর করে ক্ষমতায় ছিলেন, সেই ন্যারেটিভকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যারা ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেছে, সেই চেহারাগুলোও নানাভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
মাহফুজ আলম বলেন, ৫ আগস্টের পর মব ভায়োলেন্সের মাধ্যমে নানা ন্যারেটিভ তৈরি করে জুলাইকে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।