ফেনী প্রতিনিধি:
২৩রমজান ফেনী শহরস্থ একটি হোটেলে ফেনীতে কর্মরত সকল পেশাজীবি সাংবাদিকদের সন্মানে আয়োজিত এক মতবিনিময় ও ইফতার মহফিলে বিশিষ্ট সাংবাদিক,কলামিস্ট ও সংগঠক রিন্টু আনোয়ার বলেন,সত্যিকারের গণতন্ত্র আর মত প্রকাশের স্বাধীনতা ছাড়া কোন দেশ এগুতে পারে না।
উক্ত মতবিনিময় ও ইফতার মহফিলে ফেনীর প্রায় সকল পেশাজীবি সাংবাদিকগন অংশ নেন।
জাতীয় নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঁইয়া-সোনাগাজী) আসনে ২০১৪ ও ২০১৮ সনে অংশ নেয়া ফেনীর কৃতি সন্তান বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রিন্টু আনোয়ার আরো বলেন,
দুঃখজনক হলেও সত্য ‘নির্বাচন এখন একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে’। অনেকেই টাকা পয়সা খরচ করে বড় দল বা জোটের নমিনেশন কিনে নির্বাচন করতে আসেন, নির্বাচিত হয়ে লভাংশসহ সেই টাকা আদায় করা নিয়ে বেশীরভাগ সময় ব্যস্ত থাকেন, ফলে তাদের কাছে জনগনের সেবার বিষয়টি সবসময় মূল্যহীন থাকে। এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক,এই সংস্কৃতিতে যতদিন জনপ্রতিনিধি নির্বাচন বন্ধ না হবে ততদিন সত্যিকারের জনসেবক পাবে না জনগণ, ফলে জাতি অন্ধকারেই থেকে যাবে।
উক্ত অনুষ্ঠানে ইফতারের পূর্ব মূহুর্তে দেশ ও জাতীয় কল্যাণে বিশেষ মুনাজাত ও দোয়া করা হয়।