নওগাঁয় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে। জেলার পত্নীতলা এবং পোরশা উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
পত্নীতলা উপজেলার ছোট মহারন্দী ও ফতেপুর গ্রামে তিনজন এবং পোরশা উপজেলায় একজন নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৪০), হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩২), ছোট মহারন্দী গ্রামের সাইফুদ্দিনের ছেলে মাসুদ হোসেন (২৫) এবং পোরশা উপজেলার নীতপুর ইউনিয়নের সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।
পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেবনাথ বজ্রপাতে তিন কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পোরশা থানার ওসি জহুরুল হক বলেন, আজিজুল বাড়ির অদূরে মাঠে গরু চড়ানোর সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠ থেকে মরদেহ নিয়ে যান স্বজনরা।