• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

এবার আসছে স্মার্ট কানের দুল

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্মার্ট ঘড়ি, চশমা ও আংটির পর আসছে স্মার্ট কানের দুলও। এই দুলের মাধ্যমে মানসিক চাপ, তাপমাত্রা, জ্বর, ব্যায়াম, খাদ্যাভাস ও নারী স্বাস্থ্যের নানা বিষয়ে ডেটা সংগ্রহ করতে পারবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এই দুল তৈরি করছেন।

দুলটি নিয়ে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়, থার্মাল প্রযুক্তি ব্যবহার করে কানের লতির মাধ্যমে সব সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করবে এই কানের দুল।

দুলটিতে থাকা স্কিন টেম্পারেচার সেন্সর ত্বকের তাপমাত্রা ও ড্যাংলিং সেন্সর আশপাশের তাপমাত্রা মাত্রা পরিমাপে সাহায্য করে।

গবেষণাপত্রের লেখক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল ছাত্র কিউইউয়ে জুই বলেন, কবজিতে পরা ঘড়ির চেয়ে কানের লতির মাধ্যমে ত্বকের তাপমাত্রা নির্ধারণের এই প্রযুক্তি ‘অনেক বেশি নির্ভুল’ তথ্য দেয়।

৬ জন মানুষের উপর এই দুলের এর পরিধানযোগ্যতা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, সঠিকভাবে ত্বকের তাপমাত্রা নির্ণয়ে কানের দুল স্মার্টওয়াচকে ছাড়িয়ে যায়।

একবার চার্জ দিয়ে স্মার্ট কানের দুল ২৮ দিন ব্যবহার করা যাবে। এতে ডেটা আদানপ্রদানের জন্য কম শক্তি খরচ করে এমন ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে দুলটি সৌরশক্তি ও কাইনেটিক বা গতি শক্তি দিয়ে চার্জ দেওয়া যাবে। তখন চার্জ দিতে কান থেকে দুল খুলতে হবে না।

এই কানের দুল এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই এটি নিয়ে নানা প্রশ্ন আছে। এত ছোট ডিভাইস কীভাবে চার্জ দেওয়া হবে, ডান ও বাম কানের জন্য একই ধরনের দুল থাকবে কিনা, বাস্তবে দুটি দুলই কি ডেটা সংগ্রহ করবে নাকি একটি নকল হিসেবে ব্যবহার করা হবে- এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।

শরীরের কোন অংশের তাপমাত্রার সবচেয়ে নির্ভুল পরিমাপ পাওয়া যায়, তা ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। কারণ, এই বিষয়ে বেশিরভাগ গবেষণাই হয়েছে স্বল্পমেয়াদী জ্বর মাপার যন্ত্রের জন্য তৈরি মেডিকেল লেন্স ব্যবহারের মাধ্যমে। অ্যাপল ওয়াচ সিরিজ ৮, প্লাস ও যে কোনো আলট্রা মডেল কবজির মাধ্যমে তাপমাত্রা পর্যবেক্ষণ করে। আর ঘড়ির নির্ভুল ডেটা নিয়ে সন্তুষ্ট ব্যবহারকারীর সংখ্যা ভুরি ভুরি।

তবে দুলটির নির্মাতারা বলছেন, এখন স্মার্টওয়াচগুলোর মতো শরীরে পরিধানযোগ্য যন্ত্র প্রতি মিনিটে তাপমাত্রা নির্ধারণ করতে পারে না, যা নারীর স্বাস্থ্যের জন্য দরকারি।

এই দাবি সত্য হলে, এটি ডিম্বাণু উৎপাদনসহ নারীর প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য দিতে সাহায্য করবে এই স্মার্ট দুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category