• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

গাজার শাসনভার কাদের হাতে তুলে দিচ্ছে ফিলিস্তিনিরা?

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

যুদ্ধ-পরবর্তী গাজার পরিচালনার ভার একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী শাসক গোষ্ঠী হামাসসহ প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো।

হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে, কায়রোতে অনুষ্ঠিত একটি বৈঠকে গোষ্ঠীগুলো ‘স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে গাজা উপত্যকার প্রশাসন হস্তান্তর’ করতে সম্মত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই কমিটি ‘আরব ব্রাদার্স এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে’।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, দলগুলো ‘ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য’ একটি সাধারণ অবস্থানকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে সম্মত হয়েছে।

তারা সব শক্তি এবং দলগুলোকে একটি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে, যাতে ‘একটি জাতীয় কৌশল নিয়ে একমত হওয়া যায় এবং ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে পুনরুজ্জীবিত করা যায়।’

হামাস পিএলওর অংশ নয়, যা তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফাতাহ নিয়ন্ত্রণ করে আসছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছিলেন, হামাস ও ফাতাহর প্রতিনিধি দলগুলো গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে কায়রোতে বৈঠক করেছিল।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, উভয় পক্ষ ‘আগামী সময়ে বৈঠক চালিয়ে যেতে এবং ইসরাইলি সরকারের  সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় ফিলিস্তিনি অভ্যন্তরীণ ফ্রন্টকে সংগঠিত করার জন্য কাজ করতে’ সম্মত হয়েছে।

হামাস-ফাতাহ আলোচনার পাশাপাশি, মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি দলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। এদের মধ্যে হামাসের মিত্র ইসলামিক জিহাদ, সেইসঙ্গে ডেমোক্র্যাটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category